তুফানগঞ্জ, 13 জুন : "TMC-র চামচারা দূর হটো ।" তুফানগঞ্জ পার্টি অফিসের কাছে তৃণমূলের প্রতিনিধি দলের গাড়ি পৌঁছাতেই স্লোগান তুলল BJP কর্মীরা । গাড়ি থেকে নেমে পালটা স্লোগান দিতে শুরু করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে এসে আজ এমনই বিক্ষোভের মুখে পড়লেন মালা রায়, রবীন্দ্রনাথ ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।
"TMC-র চামচারা দূর হটো", গাড়ি থেকে নেমে পালটা স্লোগান প্রসূনের - mala roy
তুফানগঞ্জে তৃণমূলের প্রতিনিধি দলের গাড়ি ঘিরে বিক্ষোভ BJP কর্মীদের ।
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত কোচবিহার । BJP-TMC সংঘর্ষে আক্রান্ত হয়েছেন অনেকেই । TMC-র দাবি প্রায় 50 জন কর্মী হিংসার শিকার হয়েছেন । আজ সেই আক্রান্ত কর্মীদের দেখতে যান TMC-র রাজ্য নেতৃত্ব । গাড়ি তুফানগঞ্জের পার্টি অফিসের কাছে পৌঁছাতেই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে । "TMC-র চামচারা দূর হটো" বলে স্লোগান তোলে BJP কর্মীরা । বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে পালটা স্লোগান দিতে শুরু করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। যোগ দেন স্থানীয় তৃণমূল কর্মীরাও ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।