পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Praises Justice Gangopadhyay: মামলা সরলেও প্রতিবাদী মানুষের মন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম মেটানো যাবে না: বিজেপি - Recruitment Scam

নিয়োগ দুর্নীতি মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও প্রতিবাদী মানুষের মন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম মেটানো যাবে না ৷ এমনই প্রতিক্রিয়া বিজেপির ৷

Justice Abhijit Gangopadhyay ETV bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

By

Published : Apr 28, 2023, 3:31 PM IST

Updated : Apr 28, 2023, 10:55 PM IST

প্রতিবাদী মানুষের মন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম মেটানো যাবে না

কলকাতা, 28 এপ্রিল: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরিয়ে নেওয়া হবে । তবে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে বিজেপি ৷ তাদের দাবি, মামলা সরে গেলেও প্রতিবাদী মানুষের মন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম মেটানো যাবে না ৷

সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক । পশ্চিমবঙ্গের মানুষজন আশাহত হয়েছেন । বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, বাংলার মানুষ এই লড়াইটাই চেয়েছিলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই লড়াইকে তাঁরা স্বাগত জানিয়েছিলেন । তবে সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতেই হবে বলে জানিয়ে সুকান্ত বলেন, এর বিরুদ্ধে বলার এক্তিয়ার কারও নেই । তবে দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই লড়াইকে বাংলার মানুষ সারাজীবন মনে রাখবেন বলে দাবি করেন তিনি ৷

পাশাপাশি তিনি আরও বলেন যে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে দুর্নীতি মামলা সরে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের যাঁরা ভাবছেন যে, তাঁরা হাঁফ ছেড়ে বাঁচলেন, তেমনটা কিন্তু নয় ৷ কারণ বিচার আইনি ধারা মেনে আসে ৷ তাই আইনি ধারা মেনে দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়া হবে । যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তাঁদের আজ না হলেও দুদিন পরে জেলে যেতে হবে । যাঁরা অপরাধ করেছেন, তাঁদের সেই অপরাধের শাস্তি পেতেই হবে বলে দাবি সুকান্তের ।

বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, আজকের সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছু মানুষ খুব উৎসাহিত হয়েছেন ৷ তাঁরা নাচানাচি করছেন ৷ কিন্তু মনে হয় না এতে তদন্ত প্রক্রিয়া কোনও ভাবে প্রভাবিত হবে । আদালতের পদ্ধতিগত কারণে হয়ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরিয়ে নেওয়া যেতে পারে ৷ কিন্তু তাঁর নাম প্রতিবাদী মানুষদের অন্তরে লেখা হয়ে গিয়েছে । শমীকের দাবি, আদালতের জন্য মানুষ জন্ম নেয়নি, মানুষের জন্যই আদালত জন্ম নিয়েছে ।

সংবাদমাধ্যমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন যে, "তিনি কোন অবস্থান থেকে এই সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটা তিনি নিজেই ভালো বলতে পারবেন । তবে যাঁরা আজকের এই নির্দেশ দিলেন সেই বিচারপতিদেরও মনে রাখতে হবে যে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কীভাবে প্রতিদিন আক্রমণ করা হয়েছে । অপমান করা হয়েছে ।"

এ দিকে, দুর্গাপুর থেকে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের জন্য যা করে দিয়ে গেলেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ তিনি বলেন, মমতার সরকার ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, তার কৌটো খুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বাংলার মানুষ চিরকাল তাঁকে মনে রাখবেন । চিরকাল ধন্যবাদ জানাবেন । চিরকাল কৃতজ্ঞতা জানাবেন ।

আরও পড়ুন:বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলা থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated : Apr 28, 2023, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details