পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Manifesto: 'চোর মুক্ত পঞ্চায়েত' গড়ার অঙ্গীকারে ইস্তেহার প্রকাশ বিজেপি'র - বিজেপির ইস্তেহার

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের জন্য ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি ৷ দুর্নীতিমুক্ত ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷

ETV Bharat
বিজেপির ইস্তেহার প্রকাশ

By

Published : Jun 27, 2023, 11:04 PM IST

কলকাতা, 27 জুন:আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করল বিজেপি ৷ মঙ্গলবার কলকাতায় দলের রাজ্য দফতরে পদ্ম শিবিরের এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এছাড়াও ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাহুল সিনহা । আগামী, 8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ বর্তমানে চলছে তার প্রচারপর্ব ৷

এবারের ইস্তাহারে বিজেপি দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত ও পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে ৷ উল্লেখ্য, প্রায় 5.67 কোটি ভোটার এবারের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবেন ৷ বিজেপি তাদের ইস্তেহারের নাম দিয়েছে 'সংকল্প পত্র' ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থীরা জিতলে আগামী পাঁচ বছরের জন্য পঞ্চায়েতে যে দিকগুলিতে গেরুয়া শিবির বেশি জোর দেবে সেই দিকগুলির উল্লেখ রয়েছে এই ইস্তেহারে ৷

এবারের এই ইস্তেহারে বিজেপির চমক একাধিক নজরকাড়া স্লোগান ৷ যেমন, 'চোর মুক্ত পঞ্চায়েত গড়া আমাদের অঙ্গীকার', 'কৃষকদের উন্নয়ন ও অধিকার আমাদের অগ্রাধিকার', 'অসংগঠিত ক্ষেত্রে উন্নয়ন আমাদের অগ্রাধিকার' ৷ এছাড়াও রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আনার প্রতিশ্রুতি ৷ রয়েছে রাজ্যের শিশু এবং যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রসঙ্গ, নারী উন্নয়নের প্রতিশ্রুতি, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের অঙ্গীকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির প্রতিশ্রুতি ৷

আরও পড়ুন: কদর কেবল ভোটের বেলা, নির্বাচনের আগে ফের সাজো-সাজো 'পরিত্যক্ত' ভুটিয়া বস্তি বিট অফিস

বিজেপি সূত্রে খবর, এই ইস্তেহার প্রকাশের পরেই এবার প্রচারে ঝাপাতে চলেছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ 22টি জেলাকেই সমান গুরুত্ব দিয়ে করা হচ্ছে প্রচার পরিকল্পনা ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত 12 বছরে রাজ্যে ক্ষমতায় থেকে কোনও উন্নয়ন করতে পারেনি তৃণমূল, অবনতি হয়েছে আইন-শৃঙ্খলার, বেড়েছে দুর্নীতি ৷ তাই এই বিষয়গুলিকে তুলে ধরেই করা হচ্ছে প্রচার ৷ বিজেপির আশা 218 সালের থেকেও এবার তাদের ভালো ফল হবে ৷

ABOUT THE AUTHOR

...view details