কলকাতা, 10 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনে নীলবাড়ি দখলের সাধ পূরণ হয়নি ৷ তাতে হতাশ হলেও দমে যায়নি রাজ্য বিজেপি ৷ হতাশা ঝেড়ে কলকাতা পৌরনিগমের নির্বাচনে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির ৷ দলীয় কর্মীদের চাঙ্গা করতে কলকাতা পৌরভোটেও বিজেপির হয়ে প্রচারে থাকছে কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ আজই 20 জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি (Bjp releases list of Star campaigner for KMC Election) ৷
এই 20 জনের তালিকায় রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং গিরিরাজ সিং (Star campaigner for KMC Election )। রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ডঃ সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর । এছাড়া দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিকেও প্রচারে দেখা যাবে । এই তালিকায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারি, বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে প্রধান তারকা প্রচারক হিসাবে তুলে ধরা হয়েছে । রয়েছেন বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য । সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক অগ্নিমিত্রা পলকেও তালিকায় রাখা হয়েছে । রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী ।