কলকাতা, 8 ডিসেম্বর : একগুচ্ছ নতুন নাগরিক পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে ঘটা করে কলকাতা পৌর নির্বাচনের (kmc election 2021 ) ইস্তাহার প্রকাশ করল বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দুই পাতার ইস্তাহার প্রকাশ করেন । কিন্ত পূর্বে যে ইস্তাহার ফাঁস হয়েছিল, তার সঙ্গে খুব একটা ফারাক নেই । মোট 3টি ভাষায় আজ ইস্তাহার প্রকাশ করা হয় (BJP Manifesto for KMC election) । বাংলা, হিন্দি ও ইংরেজী । স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সুরক্ষায় মূলত জোর দেওয়া হয়েছে ৷
কী রয়েছে এই দু পাতার ইস্তাহারে ? বিজেপি প্রকাশিত এই ইস্তাহারে রয়েছে বেশ কিছু চমক ৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মেট্রো, লোকাল ট্রেন, ট্রাম ও বাসের ক্ষেত্রে একটি স্মার্টকার্ড চালু হচ্ছে। সেই কার্ডেই এবার শহরবাসী গণপরিবহনে যাতাযাত করতে পারবে । দ্বিতীয় চমক হিসাবে রাখা হয়েছে, 10 তোলার বিশেষ পার্কিং স্পেস ।
তৃতীয় চমক হিসাবে বর্ষাকালে জমা জলের সমস্যা মেটাতে ব্রিটিশ যুগের নিষ্কাশন ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে । এছাড়া কেন্দ্রীয় সরকারের 'হর ঘর জল' প্রকল্প শহরের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে ৷ ভুয়ো ভ্যাকসিন বন্ধ করতে নাগরিকদের ঘরে ঘরে করোনা টিকা দেওয়া হবে । শব্দ দূষণ বন্ধ করতে 10টি স্মার্ট টাওয়ার বসানো হবে ৷ এছাড়া শহরের প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তাহারে ।
আরও পড়ুন : KMC election 2021 : দলীয় নির্দেশ অমান্য ; তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল শাসকদল