পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lake Town BJP Protest: কর্মীদের ওপর হামলার প্রতিবাদে লেকটাউন থানা ঘেরাও বিজেপির - কর্মীদের ওপর হামলার প্রতিবাদে লেকটাউন থানা ঘেরাও

বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে লেকটাউন থানা ঘেরাও করল বিজেপি । থানার সামনে বসে বিক্ষোভ করতে থাকে বিজেপি কর্মীরা (BJP Protest) ৷

BJP protests at Lake Town against attack on party workers
BJP protests at Lake Town against attack on party workers

By

Published : Sep 27, 2022, 1:55 PM IST

Updated : Sep 27, 2022, 2:24 PM IST

লেকটাউন, 27 সেপ্টেম্বর: কর্মীদের উপর 'হামলার' প্রতিবাদে লেকটাউন থানা ঘেরাও করল বিজেপি । থানার গেটের সামনে বসে বিক্ষোভ করতে থাকে বিজেপি কর্মীরা (BJP protests at Lake Town) । বীরভূমের শান্তিনিকেতনে শিশু শিবম ঠাকুরের হত্যার ঘটনা ঘটে দিন কয়েক আগে ৷ তার স্মৃতিতে 23 তারিখ লেকটাউন দক্ষিণদাড়িতে একটি স্মরণসভার আয়োজন করা হয় ।

অভিযোগ, ওই দিন রাতে দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ বর্মার নেতৃত্বে ওই স্মরণসভার আয়োজনকারীদের মারধর করা হয় (Attack on party workers) । এতে স্থানীয় বিজেপি কর্মী প্রশান্তকুমার গোপ আক্রান্ত হয় । আরও অভিযোগ, মারধরে প্রশান্তর একটি চোখ নষ্ট হতে বসেছে । সেই ঘটনায় লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন এফআইআর নেওয়া হয়নি । জিডি নিয়েই দায় সেরেছে থানা । এমনকী দোষীদের গ্রেফতার পর্যন্ত করা হয়নি ।

কর্মীদের উপর হামলার প্রতিবাদে লেকটাউন থানা ঘেরাও বিজেপির

আরও পড়ুন:নিঁখোজ শিশুর পচাগলা দেহ উদ্ধার, ভাঙচুর-অগ্নিসংযোগ প্রতিবেশীর বাড়িতে

এরই প্রতিবাদে মঙ্গলবার লেকটাউন থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি । সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই এদিন লেকটাউন জয়া সিনেমা হলের সামনে থেকে মিছিল করে থানায় এসে পৌঁছয় বিজেপি কর্মীরা । এরপরেই থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তারা ।

Last Updated : Sep 27, 2022, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details