পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Protest Rally: রেশন দুর্নীতির বিরুদ্ধে পথে বিজেপি, জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি - খাদ্য ভবনের সামনে বিজেপির বিক্ষোভ

রাজ্যে রেশনবন্টন দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে শুক্রবার খাদ্যভবন অভিযান করে বিজেপি ৷ দাবি ওঠে জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের ৷

ETV Bharat
বিজেপির বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 6:34 PM IST

রেশন দুর্নীতির প্রতিবাদে বিজেপির খাদ্য ভবন অভিযান

কলকাতা, 3 নভেম্বর:রাজ্যে রেশনবন্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে শুক্রবার খাদ্যভবন অভিযান করল বিজেপি ৷ এদিন বিজেপির প্রধান কার্যালয় 6 নম্বর মুরলিধর সেন লেন থেকে মিছিল করে খাদ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির । প্রথমে মিছিল শান্তিপূর্ন ভাবেই নিউমার্কেটের কাছে পৌঁছয়। তবে খাদ্য ভবনের সামনে পুলিশের তৎপরতা নজরে আসে। পুরো জায়গাটিকে বেরিকেড দিয়ে আটকে দেওয়া হয়। খাদ্য ভবনে প্রবেশ করতে গেলে বিজেপিকে বাধা দেওয়া হয় । পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসাও হয় বিজেপি নেতা-কর্মীদের ৷ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজেপির এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, ছিলেন বিজেপির উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ । মূলত পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতি এবং রেশন দুর্নীতির প্রতিবাদে এদিন বিজেপি এই কর্মসূচি পালন করে ৷ বৃহস্পতিবার থেকেই এই ইস্যুতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির ৷ এদিন কলকাতাতেও খাদ্য ভবন অভিযান হয় ৷ থালায় চাল, ডাল, আলু ও সবজি-সহ ব্যানার-পোস্টার নিয়ে প্রতিবাদ দেখান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ এদিন বলেন, "রাজ্য পুলিশ-প্রশাসন দুর্নীগ্রস্ত। চোরদের ধরতে পারছে না, কিন্তু প্রতিবাদীদের বাধা দেওয়া হচ্ছে ৷ রাজ্যে বিজেপে সরকার এলে এই পুলিশ-প্রশাসনকে তাদের অধীনেই কাজ করতে হবে, এটা যেন সবাই মনে রাখে ৷"

আরও পড়ুন:'শিক্ষা আগেই গিয়েছে, খাদ্য গেল, এবার স্বাস্থ্য যাবে জেলে,' মন্তব্য শুভেন্দুর

রাজ্যে রেশনবন্টন দুর্নীতি মামলায় গত সপ্তাহেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি ৷ বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয় ৷ এর আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে ৷ অভিযোগ, এই দুর্নীতি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details