কলকাতা, 3 নভেম্বর:রাজ্যে রেশনবন্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে শুক্রবার খাদ্যভবন অভিযান করল বিজেপি ৷ এদিন বিজেপির প্রধান কার্যালয় 6 নম্বর মুরলিধর সেন লেন থেকে মিছিল করে খাদ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির । প্রথমে মিছিল শান্তিপূর্ন ভাবেই নিউমার্কেটের কাছে পৌঁছয়। তবে খাদ্য ভবনের সামনে পুলিশের তৎপরতা নজরে আসে। পুরো জায়গাটিকে বেরিকেড দিয়ে আটকে দেওয়া হয়। খাদ্য ভবনে প্রবেশ করতে গেলে বিজেপিকে বাধা দেওয়া হয় । পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসাও হয় বিজেপি নেতা-কর্মীদের ৷ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজেপির এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, ছিলেন বিজেপির উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ । মূলত পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতি এবং রেশন দুর্নীতির প্রতিবাদে এদিন বিজেপি এই কর্মসূচি পালন করে ৷ বৃহস্পতিবার থেকেই এই ইস্যুতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির ৷ এদিন কলকাতাতেও খাদ্য ভবন অভিযান হয় ৷ থালায় চাল, ডাল, আলু ও সবজি-সহ ব্যানার-পোস্টার নিয়ে প্রতিবাদ দেখান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।