পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের দলে টানতে বিজেপির রণকৌশল, একগুচ্ছ কর্মসূচি - Lok Sabha Election

BJP on Lok Sabha Election: নতুন ভোটারদের কাছে ভারতীয় জনতা পার্টির আদর্শের কথা তুলে ধরার উপর জোর দিচ্ছে বিজেপি ৷ প্রথম বার ভোট দিচ্ছেন এমন যুবক-যুবতীদের তালিকা তৈরি করে তাঁদের সঙ্গে দেখা করবেন বিজেপি কর্মীরা ৷

ETV Bharat
লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির রণকৌশল

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 7:12 AM IST

কলকাতা, 4 জানুয়ারি: নতুন ভোটার বা যুবাদের নিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করল বঙ্গ বিজেপি ৷ দেশের নতুন প্রজন্ম বা যুবাদের মধ্যে প্রচারের এক অভিনব পন্থা নিল বঙ্গ বিজেপির যুব মোর্চা ৷ এবার রাজ্যের যুবাদের নিয়ে বিশেষত তরুণী, যুবতীদের নিয়ে সম্মেলন করবে বিজেপি ৷

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সবক'টি রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে ৷ শাসক শিবির থেকে শুরু করে বিরোধী শিবির, সবাই নিজ নিজ রণকৌশল ঢেলে সাজাতে ব্যস্ত ৷ তাই একদিকে যেমন দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার কাজ চলছে, অন্য দিকে দেশের নতুন প্রজন্ম বিশেষত নতুন ভোটারদের দলে টানতে কর্মসূচি তৈরি করা হচ্ছে ৷ আর এই ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি । বুধবার আইসিসিআর-এ বঙ্গ বিজেপির সাতটি মোর্চার রাজ্য নেতৃত্বকে নিয়ে মোর্চা সংযুক্ত বৈঠকে এমনটাই ঘোষণা করা হল ৷ নতুন পুরুষ ও মহিলা ভোটারদের মধ্যে গেরুয়া শিবির সম্পর্কে সচেতনতামূলক প্রচার করতে এই কর্মসূচি ৷

রাজ্যজুড়ে চালানো হবে এই কর্মসূচি। জানা গিয়েছে, 18 থেকে 35 বছরের ভোটারদের কথা মাথায় রেখেই একগুচ্ছ কর্মসূচি তৈরি করা হয়েছে ৷ আগামী 24 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম ভোটারদের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন ৷ আর তার আগে থেকেই রাজ্যে শুরু হবে এই কর্মসূচি ৷

আগামী 13 জানুয়ারি থেকে সব বুথে বুথে গিয়ে নতুন ভোটারদের চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে ৷ এরপর তালিকা অনুযায়ী তাঁদের সঙ্গে কথা বলে গেরুয়া শিবিরের নীতি, আদর্শ এবং কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে হবে ৷ জাতীয় স্তরেও এই ধরনের একটি বৃহৎ সম্মেলনের ভাবনা রয়েছে বিজেপির ৷

চলতি মাস থেকেই এই কর্মসূচি রূপায়ণের কাজ শুরু হবে ৷ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় পাঁচ হাজার জায়গায় এই কর্মসূচি পালন করা হবে ৷ যুব মোর্চার পক্ষ থেকে চাটাই বৈঠক, বাজার সভা ও পথসভা করার পরিকল্পনা রয়েছে ৷ বঙ্গ বিজেপি সূত্রে খবর, রাজ্যের প্রায় 200 টির উপর জায়গায় শিবির করে যুবা ও যুবতীদের প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনানো হবে ৷

আরও পড়ুন:

  1. বাংলা থেকে অযোধ্যা! রামলালার মন্দির দর্শনে রেলের বিশেষ ট্রেনের ভাবনা
  2. লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করলেন শাহ-নাড্ডা
  3. অনুপম হাজরাকে সর্বভারতীয় পদ থেকে অপসারণ, নাড্ডার নির্দেশে বিজ্ঞপ্তি দিল বিজেপি

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details