কলকাতা, 15 ডিসেম্বর :কলকাতা পৌর ভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেছে রাজ্য বিজেপি (BJP Plea for Central Force at Calcutta High Court) ৷ বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চে আজ তার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল । গতকাল সন্ধেয় কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর আকস্মিক মৃত্যুতে আজ কলকাতা হাইকোর্টের সব বেঞ্চেই মামলার শুনানি আদালতের প্রথমার্ধের পর স্থগিত রাখা হবে বলে জানান প্রধান বিচারপতি । পাশাপাশি অনেক বেঞ্চে সকাল থেকে বিচারপতিরা বসেছেন, কিন্তু তাঁরা কোনও মামলা শুনানির জন্য গ্রহণ করেননি । আগামিকাল প্রথমার্ধেই শুনানি হবে বলে জানা গিয়েছে ৷
আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের আইনজীবী উদয়চন্দ্র ঝা গতকাল সন্ধে নাগাদ কলকাতা হাইকোর্টের তিনতলা থেকে নামার সময় হঠাৎ মাথাঘুরে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা হাইকোর্টের জরুরি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় ৷ এসএসকেএমে কর্তৃপক্ষ জানান, হাসপাতালে আসার অনেক আগে হৃদরোগে মৃত্যু হয়েছে ওই আইনজীবীর ।