কলকাতা, 7 জানুয়ারি: রাজ্য রাজনীতিতে কি আবারও ফিরতে চলেছে রথযাত্রা? সম্ভবনা তেমনই। আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা । তার আগে পাহাড় থেকে সাগর পর্যন্ত 6টি আলাদা আলাদা রথযাত্রা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি (The saffron camp will take out Rath Yatras in various parts of West Bengal)। যাত্রাপথ এমনভাবে করা হয়েছে যাতে রাজ্যের প্রায় সমস্ত এলাকাই ছোঁয়া যায়। রথযাত্রা বিজেপির কাছে নতুন নয় । আটের দশকের শেষে দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানীর নেতৃত্বে হওয়া রথযাত্রা জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল । শক্তিবৃদ্ধির পর এ রাজ্যেও রথযাত্রা করেছে বিজেপি । প্রাথমিকভাবে অনুমতি দেয়নি প্রশাসন । পরে আদালত থেকে অনুমতি এনে যাত্রা হয়েছে । এবার আবারও রথযাত্রার আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির (Six Ratha Yatras will take place in different parts of West Bengal) ।
6টি আলাদা আলাদা রুটে চলা এই রথযাত্রা গুলির নামও দেওয়া হয়েছে । 'দার্জিলিং রথ', 'গৌরবঙ্গ রথ', 'নবদ্বীপ রথ', 'রাঢ়বঙ্গ রথ', 'সুন্দরবন রথ' এবং 'কলকাতা রথ' পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন জায়গায়। প্রতিটি রথ একাধিক জেলার উপর দিয়ে যাবে বলে ঠিক হয়েছে। রথযাত্রার আয়োজন এবং তার সম্ভাব্য রুট নিয়ে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে রাজ্য নেতাদের । দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাথমিকভাবে যাত্রার অনুমতি দিয়েছেন ।