কলকাতা, 15 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসি'দের তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করা হয়েছে । তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখাল বিজেপি'র ওবিসি মোর্চা ৷ সংগঠনের তরফে এদিন একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় ৷ রাজ্য বিজেপি'র ওবিসি মোর্চার অভিযোগ, কেন্দ্র সরকার 27 শতাংশ সংরক্ষণ দিলেও এই রাজ্য মাত্র 17 শতাংশ সংরক্ষণ দিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস সরকার ওবিসি'দের নিয়ে বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ সংগঠনটির (BJP OBC Morcha in protest) ৷
এদিন বিজেপি রাজ্য দফতর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় রানি রাসমণি রোডে । এদিনের মিছিলে নেন বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ৷ তিনি বলেন,"ওবিসিদের প্রাপ্য অধিকার রাজ্য সরকার খর্ব করছে ৷ কেন্দ্রীয় সরকার ওবিসিদের জন্য 27 শতাংশ সংরক্ষণ নির্ধারণ করেছে কিন্তু এই রাজ্যে ওবিসি'দের জন্য মাত্র 17 শতাংশ সংরক্ষণ দিয়েছে । তার মধ্যেও বিভিন্ন ভাগ করা হয়েছে । এ,বি ভাগ করেছে । এ মানে মুসলমান, বি মানে হিন্দু । এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু । কিন্তু হিন্দুদের 7 শতাংশ এবং এ ক্যাটাগরির জন্য 10 শতাংশ দেওয়া হচ্ছে ৷ এরকম বিভাজনের রাজনীতি দেশের আর কোথাও হয় না ৷"