পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ববিদ্যালয়গুলির অরাজনীতিকরণ প্রয়োজন : স্বপন দাশগুপ্ত - স্বপন দাশগুপ্ত

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে সেমিনার ছিল । সেই সেমিনারে যোগ দিতেই বিশ্বভারতীতে গিয়েছিলেন স্বপন দাশগুপ্ত । কিন্তু বিশ্ববিদ্যালয় পৌঁছোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ । তাদের অভিযোগ, BJP বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিজেদের প্রচার করতে চাইছে । প্রায় ছয় ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন স্বপন দাশগুপ্ত ।

Swapan Dasgupta
স্বপন দাশগুপ্ত

By

Published : Jan 9, 2020, 9:18 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে যোগ দিতে গিয়েছিলেন BJP সাংসদ স্বপন দাশগুপ্ত । সেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় । ঘেরাও করে রাখে দীর্ঘক্ষণ । এই ঘটনাকে কেন্দ্র করেই আজ সাংবাদিক বৈঠক করেন স্বপন দাশগুপ্ত । সেখানেই বিশ্ববিদ্যালয়গুলিতে অরাজনীতিকরণের কথা জানান তিনি । বলেন, "বিশ্ববিদ্যালয়গুলিতে বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে । তাই সেখানে সক্রিয়ভাবে অরাজনীতিকরণ করতে হবে ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে সেমিনার ছিল । সেই সেমিনারে যোগ দিতেই বিশ্বভারতীতে গিয়েছিলেন স্বপন দাশগুপ্ত । কিন্তু বিশ্ববিদ্যালয় পৌঁছোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ । তাদের অভিযোগ, BJP বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিজেদের প্রচার করতে চাইছে । প্রায় ছয় ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন স্বপন দাশগুপ্ত ।

আজ বিশ্বভারতীর ঘটনাকে কেন্দ্র করেই সাংবাদিক বৈঠক করেন তিনি । বলেন, "বিশ্ববিদ্যালয়গুলিতে বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে । এতে একটা গুরুত্বপূর্ণ দিক সামনে আসছে । সেটা হল বিশ্ববিদ্যালয়গুলির অরাজনীতিকরণ । সক্রিয়ভাবে এই কাজটা করতে হবে । নাহলে 70 দশকের মতো হবে । পড়ুয়াদের পড়াশোনা লাটে উঠবে । সেই পরিবেশ যাতে না হয় তাই সুশীল সমাজের সাহায্যে একটা উদ্যোগ নেওয়া উচিত । এর মানে রাজনৈতিক চর্চা হবে না তা নয় ।"

বিক্ষোভ প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, "বিক্ষোভকারীদের প্রশ্ন ছিল আমাকে কেন বক্তব্য রাখার জন্য বলা হয়েছে ? তার কারণ প্রথমত, আমি CAA নিয়ে অনেক লেখালেখি করেছি । দ্বিতীয়ত, CAA-র একটি যৌথ সংসদীয় কমিটির সদস্য ছিলাম । তাই আমি মনে করি আমার মৌলিক অধিকার রয়েছে এই বিষয়ে বলার । আপনি আমার মতের বিরোধিতা করতে পারেন । বিক্ষোভকারীদের প্রশ্ন ছিল, CAA-র পক্ষে যারা তাদেরই শুধু কেন বলা হয়েছে সেমিনারে? বিশ্বভারতীর উপাচার্য আগেই জানিয়েছেন যে, সবাইকেই বলা হয়েছিল। যারা এই আইনের বিরুদ্ধে তাঁদেরও সেমিনারে এসে বক্তব্য পেশ করার কথা বলা হয়েছিল । তাঁরা আসেননি । তাঁরা যুক্তি দিয়েছিলেন, আমাদের সঙ্গে একই মঞ্চ ভাগ করবেন না । তাঁরা একতরফা বক্তব্য রাখতে চান । কোনও চর্চা তাঁরা চান না ।"

গতকাল যারা বিশ্বভারতীতে বিক্ষোভ দেখাচ্ছিল তারা বহিরাগত বলে দাবি করেন BJP সাংসদ । তিনি বলেন, "যারা লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল, স্লোগান দিচ্ছিল, যারা বাইরে দাঁড়িয়েছিল তারা কিন্তু কেউ ছাত্র ছিল না । তারা ওখানকার স্থানীয় ছিল । "

পরশু দিন প্রধানমন্ত্রী আসছেন । সেখানেও বাধা সৃষ্টি করার পরিকল্পনা হচ্ছে বলে জানান স্বপন দাশগুপ্ত । তিনি বলেন, "পরশু দিন প্রধানমন্ত্রী আসছেন । তাঁকে যাতে এয়ারপোর্ট থেকে বেরোতে দেওয়া না হয় । প্রধানমন্ত্রীকে কোনও প্রোগ্রামে যাতে না দেওয়া হয় তার জন্য ক্যাম্পাসের ভিতর ও বাইরে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন কিছু বিদেশি ছাত্রও এই সবকিছুর মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details