কলকাতা, 10 জুন : নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় ফের BJP সাংসদ জগন্নাথ সরকারকে জেরা শুরু করল CID । আগেই তাঁকে আজ ভবানী ভবনে আসার জন্য নোটিস পাঠানো হয়েছিল । সেই সূত্র ধরে দুপুর 12 টা 15 নাগাদ ভবানী ভবনে ঢোকেন সাংসদ ।
বিধায়ক খুনের জেরায় ভবানী ভবনে BJP সাংসদ জগন্নাথ সরকার
2019 সালের 9 ফেব্রুয়ারি নদীয়ার হাঁসখালিতে খুন হয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস ৷ সেই ঘটনার জেরায় BJP সাংসদ জগন্নাথ সরকারকে ভবানী ভবনে আসার জন্য নোটিস পাঠিয়েছিল CID ৷ নির্দেশমত, আজ ভবানী ভবনে আসেন তিনি ৷
CID সূত্রে খবর, সত্যজিৎ বিশ্বাসের খুনিদের সঙ্গে জগন্নাথ সরকারের ফোনে কথাবার্তা হয় । তেমন কিছু প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে । এই বিষয়টি নিয়ে জগন্নাথ সরকারকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয় । সেইমতো চলে তদন্তের কাজ । কিন্তু সাংসদের কথায় নাকি কিছু অসঙ্গতি পাওয়া গেছে । সেই সূত্র ধরে ফের তাঁকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত 2019 সালের 9 ফেব্রুয়ারি নদিয়ার হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন গুলি করে খুন করা হয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে । সেটি ছিল সরস্বতী পুজোর আগের রাত । দর্শকাসনে বসে ছিলেন বিধায়ক । তখনই তাঁকে গুলি করে খুন করা হয় । সেই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করে তদন্তকারীরা । তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ চার্জশিট পেশ করে পুলিশ । সেখানে জগন্নাথ সরকারের নাম ছিল না । কিন্তু আদালতে তদন্তকারীরা জানান, এই মামলায় অতিরিক্ত চার্জশিট দেওয়া হতে পারে । কারণ দু-একজনের ভূমিকা সন্দেহজনক ।