পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Dig at Amartya Sen: বয়স হয়েছে চুপচাপ বসুন, অসহিষ্ণুতা নিয়ে সরব অর্মত্যকে কটাক্ষ দিলীপের

অসহিষ্ণুতা (Intolerance) নিয়ে সরব হয়েছেন অর্মত্য সেন (Amartya Sen) ৷ এই নিয়ে তাঁকে পালটা কটাক্ষ করেছেন বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Slams Amartya Sen
Dilip Slams Amartya Sen

By

Published : Jan 9, 2023, 6:09 PM IST

Updated : Jan 9, 2023, 7:09 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অর্মত্য সেন (Amartya Sen) ৷ তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে (BJP) নিশানা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও সিপিএমের (CPIM) মতো রাজনৈতিক দলগুলি ৷ এই পরিস্থিতিতে অর্মত্য় সেনকেই পালটা কটাক্ষ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ নোবেলজয়ীর প্রতি তাঁর বার্তা, "বয়স হয়ে গিয়েছে চুপচাপ বসুন ৷ আর এত কষ্ট করতে কেন এখানে আসেন ?"

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতায় প্রতীচি ট্রাস্ট আয়োজিত 'নো ইয়োর নেবার' শীর্ষক আলোচনায় যোগ দেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ (Economist) ৷ রবিবারের ওই অনুষ্ঠানের মূল বিষয় ছিল হিন্দু ও মুসলমানের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি । সেখানে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার প্রশ্নের প্রেক্ষিতে অসহিষ্ণুতা (Intolerance) নিয়ে মুখ খোলেন অর্মত্য সেন ৷

তিনি বলেন, ‘‘যদি কেউ আপনার মতের সঙ্গে একমত না হয়, অথবা ভিন্ন ধর্মের হন তাহলে তাঁকে মারা হবে, এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হতে পারে না । জনগণকে একসঙ্গে কাজ করতে হবে । আমাদের মতভেদগুলো দূরে সরিয়ে রাখতে হবে । আমাদের পরস্পরের মধ্যে দূরত্ব কমাতে হবে ।’’

এছাড়া অসহিষ্ণুতা সংক্রান্ত আরও অনেক কথা বলেন ৷ তবে তিনি এই কথাটি কোন প্রেক্ষাপটে বলছেন, তার কোনও ব্যাখ্যা দেননি ৷ কোনও রাজনৈতিক দলেরও নাম করেননি ৷ কিন্তু তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ তারা অসহিষ্ণুতার অভিযোগে কাঠগড়ায় তোলে গেরুয়া শিবিরকে ৷

এই পরিস্থিতিতে বিরোধীদের উদ্দেশ্যে কোনও কথা না বললেনও মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ তোপ দেগেছেন অর্মত্য সেনের বিরুদ্ধেই ৷ তিনি প্রশ্ন তুলেছেন, "উনি যে অসহনশীলতা বা ইনটলেরেন্স এর কথা বলছেন সেটা কি আদৌ আর এখন আছে ? থাকলে কোথায় আছে ? সেটা তো আগে বলুন ।’’

এখানেই না থেমে দিলীপের সংযোজন, ‘‘আগে তো দেশের অর্থনীতি নিয়ে কথা বলতেন এখন আর দেশের অর্থনীতি নিয়ে বলেন না বা বলতে চান না । এখন অসহিষ্ণুতা দেখছেন ।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘এখন হয়তো বুঝতে পারেন না । বয়স হয়েছে । এখন উনি নিজের স্ট্যান্ড পরিবর্তন করছেন । এখন বলার কিছু নেই তাই নতুন নতুন গল্প তৈরি করছেন ।’’

দেশে অসহিষ্ণুতা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ‘‘ইনটলারেন্স আগে ছিল । এটা আমাদের দেশ থেকে অনেক আগেই চলে গিয়েছে ।’’ এই সূত্রে অর্মত্য সেনকে দিলীপের খোঁচা, ‘‘বয়স হয়ে গেছে চুপচাপ বসুন আর এত কষ্ট করতে কেন এখানে আসেন । এই জ্ঞান আর কেউ নেবে না ওঁর কাছ থেকে । আগে এসব বুঝিয়েছেন । লোকে নিয়েছে । অভ্যাস হয়ে গিয়েছে ।’’

আরও পড়ুন:বিভাজন-অসহিষ্ণুতা আর বেশি দিন নয়, দাবি অমর্ত্য সেনের

Last Updated : Jan 9, 2023, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details