পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁয় আস্থা ভোটে হাইকোর্টের নির্দেশ অমান্য হয়েছে অভিযোগে আদালতে BJP - TMC

বনগাঁ পৌরসভায় আস্থা ভোট সংক্রান্ত যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা না কি মানা হয়নি । এই দাবি তুলে আজ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য BJP ।

হাইকোর্ট

By

Published : Jul 17, 2019, 2:58 PM IST

কলকাতা, 17 জুলাই : বনগাঁ পৌরসভায় আস্থা ভোট করা নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা না কি ঠিকঠাক মানা হয়নি । এ নিয়ে আজ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য BJP নেতৃত্ব । বিষয়টি নিয়ে BJP-র বক্তব্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

বনগাঁ পৌরসভায় কাউন্সিলরের সংখ্যা 22 । তাদের মধ্যে 20 জন ছিল তৃণমূল কংগ্রেসে । বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলরের সংখ্যা 2 । 11 জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে 6 জুন অনাস্থা প্রস্তাব জমা দেন । তিনদিন পর আরও 3 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরোধিতা করেন । ওই 14 জন কাউন্সিলরের মধ্যে 12 জন পরে দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন ।

এই সংক্রান্ত খবর : বনগাঁর আস্থা জিতেছে কে ? BJP-তৃণমূল উভয়ই বলছে আমরা

তবে অনাস্থা প্রস্তাব জমা দিলেও রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট 11 জুলাই নির্দেশ দেয় 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । তবে শেষ পর্যন্ত ঠিক হয় 16 জুলাই অনাস্থা ভোট হবে ।

এই সংক্রান্ত খবর : কাল বনগাঁ পৌরসভার আস্থাভোট, জারি 144 ধারা

গতকাল আস্থা ভোটে পুলিশের সঙ্গে BJP কর্মীদের বচসা হয় । রণক্ষেত্র হয়ে ওঠে পৌরসভা চত্বর । বোমাবাজি হয় । BJP-র অভিযোগ, তাদের দুই কাউন্সিলরকে আস্থা ভোটে অংশ নিতে বাধা দেয় পুলিশ । আস্থা ভোটে কী ফল হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তৃণমূল এবং BJP দুই দলই দাবি করেছে তারা জিতেছে ।

আস্থা ভোটে হাইকোর্টের নির্দেশ ঠিকমতো মানা হয়নি, এই অভিযোগ তুলে আজ আদালতের দ্বারস্থ হয় BJP । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় অভিযোগ শুনে BJP-র আইনজীবীকে বলেন, "আমি কী করব ? এটা দেখা পুলিশের কাজ ।" এরপর বিচারপতি বলেন, "ঠিক আছে, আবেদন ফাইল করে আসুন । তারপর শুনব ।"

ABOUT THE AUTHOR

...view details