পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Slogan Against Bengal Governor: বিধানসভায় বিজেপির 'শেম শেম' স্লোগানের নিশানা রাজ্যপালই, দাবি শুভেন্দুর; সমালোচনায় তৃণমূল - BJP MLAs against Governor

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রসংশা করার বিজেপি বিধায়কদের কটাক্ষের মুখে পড়তে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ৷ বিধানসভায় তাঁর বিরুদ্ধে উঠল স্লোগান (BJP MLAs against Governor) ৷

ETV Bharat
রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় স্লোগান বিজেপি বিধায়কদের

By

Published : Feb 9, 2023, 7:15 AM IST

Updated : Feb 9, 2023, 7:33 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি:সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি'লিট উপাধি প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ মমতাকে সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, এপিজে আবদুল কালাম এবং অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তুলনা করেছিলেন তিনি ৷ ওভাবে মমতার প্রশংসা করার বুধবার বিধানসভায় বিজেপি'র কটাক্ষের মুখে পড়তে হয় রাজ্যপালকে ৷ এমনকি তাঁর বিরুদ্ধে 'শেম শেম' স্লোগানও উঠে ৷ ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল ৷

বুধবার শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Assembly Budget Session) ৷ সেখানেই রাজ্যপালের ভাষণের সময় স্লোগান দেন পদ্ম শিবিরের বিধায়করা ৷ পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এদিন তাঁর ভাষণ পাঠের সময়ে বিজেপি বিধায়কদের 'শেম শেম' ধ্বনির লক্ষ্য ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসই । তাঁদের এই কটাক্ষের পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যপালের প্রশস্তিই ।

প্রসঙ্গত, সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়ার মঞ্চে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor praises Mamata Banerjee) । সেদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশস্তি বাক্য বলতে গিয়ে তাঁর সঙ্গে বিশিষ্টদের তুলনা টানেন রাজ্যপাল । এটাই মেনে নিতে পারছেন না রাজ্য বিজেপি'র নেতারা ।

আরও পড়ুন: রাজ্যপালকে বেনজির আক্রমণ ! বিধানসভায় বিরোধীদের নিশানায় বোস

বুধবার, সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিরোধী দলের তরফ থেকে রাজ্যপালকে 'শেম শেম' বলা হয়েছে । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অটল বিহারী বাজপেয়ী, সর্বপল্লী রাধাকৃষ্ণাণের সঙ্গে তিনি তুলনা করেছেন । তাঁর কথায়,"রাজ্যপাল এমন একজনের প্রশংসা করেছেন, যিনি রাজীবকুমারের মতো অভিযুক্তকে বাঁচাতে ধর্ম তলায় ধরনায় বসেছিলেন । যিনি ফিরহাদ হাকিমকে মুক্ত করার জন্য নিজাম প্যালেস ঘিরে বসেছিলেন ।" শুভেন্দুর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি অটল বিহারী বাজপেয়ি হতে পারেন!

বিরোধী দলনেতা আরও বলেছেন,"সেন্ট জেভিয়ার্সে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁর যাঁর সঙ্গে তুলনা করেছেন তার জন্য রাজ্যপালকে আমরা শেম শেম বলেছি । আগামিকালকেও বলব । প্রতিদিন বলব ।" যদিও এর পালটা জবাব দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, "রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে আমাদের অনেক বিরোধিতা ছিল । তবুও কখনও আমরা তার বিরুদ্ধে এভাবে সেম সেম বলিনি । এসব বলা যায় না । বিধানসভায় দাঁড়িয়ে এসব বলা পাপ । দেশের রাষ্ট্রপতি, রাজ্যের রাজ্যপাল এগুলি আদতে সংবিধানিক পদ । তাঁদের অপমান করার অর্থ, দেশের সংবিধানকে অপমান করা । তাঁরা সমস্ত সমালোচনার ঊর্ধ্বে । আমরা যেমন বিচারপতিকে নিয়ে সমালোচনা করতে পারি না । একইভাবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে নিয়েও সমালোচনা করা যায় না ।"

আরও পড়ুন: কালাম-চার্চিল-মিলটন-মমতা ! মুখ্যমন্ত্রী স্তুতিতে রাজ্যপালকে কটাক্ষ বিজেপির

বিজেপি সংবিধানের রীতি ভেঙ্গে নোংরামি করছে বলে অভিযোগ তৃণমূলের । একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্যপালকে নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও । তিনি বলেন, "রাজ্যপালকে নিয়ে হায় হায় বা ধিক্কার জানান আসলে তাদের রাজনৈতিক দৈনতার প্রমাণ । নীতি, নৈতিকতার কোনও ধার ধারে না বিজেপি । নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এভাবেই নাটক করছে তারা ।"

Last Updated : Feb 9, 2023, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details