কলকাতা, 24 মার্চ: আজ, বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনাস্থলে মমতা পৌঁছনোর আগেই এদিন ফের পুলিশমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগের দাবিতে বিধানসভায় সুর চড়াল বিজেপি (BJP Protest in Assembly) ৷ বগটুই গণহত্যা কাণ্ডে ক্রমেই বিধানসভার ভিতরে ও বাইরে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির ৷ বিজেপি বিধায়কদের দাবি, রাজ্যের ইন্টেলিজেন্স তথা গোয়েন্দা ব্যর্থতার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে ৷ এই দাবিতে বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপি সুর চড়াবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
এদিন বিধানসভার অধিবেশন শুরু হতেই, কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর তোলেন শুভেন্দু অধিকারী । রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী । প্রসঙ্গত, গতকালই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়েছিল বিজেপির পরিষদীয় দল । সেখান থেকে ফিরে এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই রামপুরহাটের গণহত্যা নিয়ে সরব হল বিজেপি । এদিন সকাল এগারোটায় বিধানসভা অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে সরকারবিরোধী স্লোগান ৷