কলকাতা, 24 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলি জোটবদ্ধ হওয়ার প্রয়াস শুরু করেছে ৷ বিরোধীরা সেই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে শুক্রবার বিহারের পটনায় বৈঠকও বসে ৷ শনিবার সেই বৈঠকের প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের ভোটারদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতার বক্তব্য, এই রাজ্য়ের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে কংগ্রেস ও সিপিএম ৷ তাই বাংলায় ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূলের’ সঙ্গে লড়াইয়ে একমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি ৷
এ দিন সকাল 10টা 39 মিনিটে একটি টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ সেই টুইটে তিনি দু’টি ছবি পোস্ট করেছেন ৷ একটি ছবিতে কংগ্রেসের রাহুল গান্ধির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ দ্বিতীয় ছবিতে রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
এই ছবিকে হাতিয়ার করে বিরোধী দলনেতা দাবি করেছেন, টিএমসি এর অর্থ হল তৃণমূল, মার্ক্সিস্ট ও কংগ্রেসের যোগফল ৷ এর পর শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম তৃণমূলের বি টিম ৷ আবার দিল্লিতে তৃণমূল ও সিপিএম কংগ্রেসের বি টিম ৷ অথচ কেরালায় কংগ্রেস ও সিপিএম মুখোমুখি লড়াই করছে ৷
আরও পড়ুন:সিপিএম বিরোধিতা থেকে যে তৃণমূলের জন্ম, বিজেপিকে হারাতে বামেদের সঙ্গেই জোট কতটা বাস্তব !