পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLA Backs Separate Statehood: বিধানসভায় বাংলাভাগের পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের, সমালোচনায় সরব তৃণমূল - জিটিএ

তৃণমূল যখন বাংলাভাগের বিরুদ্ধে প্রস্তাব আনতে প্রস্তুতি নিচ্ছে, সেই সময় বিধানসভায় বাংলাভাগের পক্ষেই সওয়াল করলেন কার্শিয়াং-এর বিধায়ক বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা (BJP MLA on Separate Statehood) । তাঁর এই অবস্থানের সমালোচনায় সরব হয়েছে শাসক দল ৷

BJP MLA Backs Separate Statehood
BJP MLA Backs Separate Statehood

By

Published : Feb 10, 2023, 8:24 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলে চলতি অধিবেশনে প্রস্তাব আনছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । এই অবস্থায় রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনার দিন বিধানসভায় দাঁড়িয়ে আবার রাজ্য ভাগের দাবি তুললেন এক বিজেপি বিধায়ক । শুধু রাজ্য ভাগের দাবি নয়, তিনি আরও স্পষ্ট করে বললেন, ‘‘পাহাড়ের মানুষ বাংলার মধ্যে থাকতে চায় না ।’’

উল্লেখ্য, অতীতে একাধিকবার গোর্খাল্যান্ড ইস্যুতে সরব হয়েছেন কার্শিয়াং-এর বিধায়ক বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা । শুক্রবার রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখতে উঠে বিধানসভার ভিতরে বিষ্ণুপ্রসাদ শর্মা দাবি করেন, ‘‘পাহাড়ের মানুষ জিটিএকে (GTA) বরদাস্ত করবে না । পাহাড়ের মানুষ জিটিএ চায় না ।’’ বিধানসভার ভিতরে অবশ্য তিনি এই বক্তব্যের মর্মার্থ ব্যাখ্যা করেননি । তবে বিধানসভার লবিতে তিনি দাবি করেছেন তার এই বক্তব্যের পেছনে রয়েছে, পাহাড়ের মানুষের দাবি । এক্ষেত্রে তিনি বলেন, ‘‘পাহাড়ের মানুষ এই বাংলার সঙ্গে থাকতে চায় না । যতদিন পর্যন্ত বাংলা ভাগ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে ।’’

এদিন বিধায়ককে স্মরণ করিয়ে দেওয়া হয়, আনুষ্ঠানিকভাবে বিজেপির অবস্থান তারা রাজ্য ভাগের বিরুদ্ধে । কিন্তু এই বিধায়ক তাঁর পুরনো অবস্থানে অনড় থেকেই বলেছেন, তিনি তাঁর পুরনো অবস্থান অর্থাৎ রাজ্য ভাগের দাবি থেকে সরছেন না । অতএব আগামিদিনেও তিনি যে বক্তব্য রাখবেন, তা এই অবস্থানকে মাথায় রেখেই তিনি রাখবেন ।

এদিন তিনি বলেন, ‘‘দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের গোর্খা কমিউনিটি জিটিএ-র মতো ব্যবস্থার পক্ষে নয় । তৃণমূলের কাছে এত জন সাংসদ রয়েছেন, তাঁরা কখনও সংসদে গিয়ে পাহাড়ের মানুষের এই দাবিকে গুরুত্ব দিয়ে কথা বলেছেন । একবারও তাঁরা আনুষ্ঠানিকভাবে গোর্খাল্যান্ড চেয়েছেন !’’ এদিন তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি বাংলা ভাগই চান । এই দাবি থেকে তিনি সরছেন না । যতদিন তিনি বেঁচে থাকবেন, এই দাবিতে অনড় থাকবেন ।

এদিকে এই বিজেপি নেতার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের বিরুদ্ধে । নীতিগতভাবে কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে তাঁরা সমর্থন করেন না । তাঁর মতে, বিজেপি যদি সত্যিই বাংলা ভাগ না চায়, তাহলে তাদের দলের নেতার এই বক্তব্যের ব্যাখ্যা দিক । না হলে এটাই ধরে নিতে হবে বিভাজনের রাজনীতিতে ইন্ধন দিচ্ছে বিজেপি ।

একই সঙ্গে এর পালটা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি বলেন, ‘‘এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা । বাংলা ভাগ হবে না । বিচ্ছিন্নতাবাদী দল বিজেপি যতই চেষ্টা করুক বাংলার মানুষ এই বিভাজনকে সমর্থন করে না । কার্শিয়াং থেকে গঙ্গাসাগর রবীন্দ্র নজরুলের ভাবনায় এই বাংলা যুক্ত হয়ে আছে । একে কখনোই খণ্ড খণ্ড করা যাবে না ।’’

আরও পড়ুন:আসন্ন বাজেট অধিবেশনে বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব আনছে রাজ্য সরকার

ABOUT THE AUTHOR

...view details