পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেমতাবাদে মহিলা অ্যাম্বুল্যান্স চালককে আর্থিক সাহায্য বিজেপি বিধায়কের

গত বছর তাঁরই সংগ্রামকে কুর্ণিশ জানিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী ৷ তাঁকে দিয়েছিলেন 50 হাজার টাকা ৷ শনিবার আবার 50 হাজার টাকা দিয়ে সাহায্য করলেন সেলিনাকে ৷

হেমতাবাদে মহিলা অ্যাম্বুল্যান্স চালককে আর্থিক সাহায্য বিজেপি বিধায়কের
হেমতাবাদে মহিলা অ্যাম্বুল্যান্স চালককে আর্থিক সাহায্য বিজেপি বিধায়কের

By

Published : May 29, 2021, 7:07 PM IST

রায়গঞ্জ, 29 মে : করোনা আক্রান্ত হোক কিংবা অন্য কোনও মুমূর্ষু রোগী, উত্তর দিনাজপুরের গ্রামাঞ্চল থেকে তাঁদের হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে অথবা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়াই কাজ সেলিনা বেগমের ৷ হেমতাবাদের বাসিন্দা সেলিনা পেশায় অ্যাম্বুল্যান্স চালক ৷ গত দেড় বছর ধরে তিনি এই কাজ করছেন ৷

তবে এটুকু বললে সেলিনার পরিচয় অসমাপ্ত থেকে যায় ৷ দুঃস্থ পরিবারের এই মেয়েটি এমএ পাস ৷ কিন্তু পরিবারের অনটন কাটাতে তিনি এই পেশাকেই জীবনসঙ্গী করে নিয়েছেন ৷

গত বছর তাঁরই সংগ্রামকে কুর্ণিশ জানিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী ৷ তাঁকে দিয়েছিলেন 50 হাজার টাকা ৷ তবে তখন তিনি শুধুই শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন ৷ এখন তিনি রায়গঞ্জের বিধায়ক ৷ বিজেপির টিকিটে তিনি এবার ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ৷ সেই বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী শনিবার আবার 50 হাজার টাকা দিয়ে সাহায্য করলেন সেলিনাকে ৷

শনিবার হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তিনি সেলিনার হাতে 50 হাজার টাকার চেক তুলে দেন ৷ উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাহুল বিশ্বাস-সহ অন্যান্যরা । কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘সেলিনার কাজে উদ্বুদ্ধ হয়ে তাঁকে উৎসাহিত করতে আমি তিনবছর পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি । গতবছর ঠিক এই সময় সেলিনার হাতে প্রথম ধাপের 50 হাজার টাকা তুলে দিয়েছিলাম, আজ এবছরের 50 হাজার টাকা তুলে দেওয়া হল । সেলিনাকে দেখে মহিলাদের মধ্যে এই ধরনের কাজ করার মানসিকতা গড়ে উঠবে ৷’’

হেমতাবাদে মহিলা অ্যাম্বুল্যান্স চালককে আর্থিক সাহায্য বিজেপি বিধায়কের

এদিকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাহুল বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের মধ্যে প্রথম কোনও মহিলা অ্যাম্বুল্যান্স চালক হিসেবে দীর্ঘদিন ধরে রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন সেলিনা । বিশেষ করে 2020 সাল থেকে চলা করোনা কালে যেভাবে নিজের জীবনকে বিপন্ন করে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন সেলিনা তার কোনও তুলনা হয় না । হেমতাবাদের সাধারণ মানুষ থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলেই আজ সেলিনার কাজে গর্বিত ।

আরও পড়ুন :করোনায় মৃত্যু রানাঘাটের তৃণমূল নেত্রী মধুমিতা বিশ্বাসের

শিল্পপতি তথা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছ থেকে দু’বার এই আর্থিক পুরস্কার পেয়ে খুশি মহিলা অ্যাম্বুল্যান্স চালক সেলিনা বেগম ।

ABOUT THE AUTHOR

...view details