পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC joining : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক - তৃণমূল কংগ্রেস যোগ সৌমেন রায়ের

কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৷ এর ফলে রাজ্য বিধানসভার বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 71 ।

TMC Joining
TMC Joining

By

Published : Sep 4, 2021, 4:53 PM IST

কলকাতা, সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা আরও কমল । আজ কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

এর ফলে রাজ্য বিধানসভার বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 71 । একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির 77 জন প্রার্থী নির্বাচিত হয়েছিল । কিন্তু নির্বাচনের পরে দুই জয়ী প্রার্থী, নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার সাংসদ পদে থেকে যাওয়ার জন্য পদত্যাগ করেন । ফল ঘোষণার কিছুদিন পরই বিজেপিতে যোগ দেন করেন মুকুল রায় । তারপরই মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত দুই বিজেপি বিধায়ক, তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস যোগদান করেন তৃণমূলে । এরপর আজ আবার শাসকদলে ফিরে এলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় ।

আজ সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, "দলে ফেরার জন্যে আবেদন করেছিলেন সৌমেন রায় । ইতিমধ্যেই যাঁরা অন্য দলে চলে গিয়েছিলেন তাঁদের কয়েকজনকে আমরা ফিরিয়ে নিয়েছি । এবার তাতে সৌমেনের নাম সংযোজন হল ।"

আরও পড়ুন : Dilip Ghosh : আগে পৌরসভা ভোট চেয়েছিলাম, তবে উপনির্বাচন চাইনি এটা নয় : দিলীপ

এদিন সৌমেন রায় বলেন, "তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সিদ্ধান্তটাই আমার ভুল ছিল । আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম । তার জন্য আমি ক্ষমাপ্রার্থী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চাই । শুধু আমি একমাত্র নই, দলে ফেরার জন্য আগ্রহী অনেকেই ৷"

ABOUT THE AUTHOR

...view details