কলকাতা, সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা আরও কমল । আজ কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।
এর ফলে রাজ্য বিধানসভার বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 71 । একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির 77 জন প্রার্থী নির্বাচিত হয়েছিল । কিন্তু নির্বাচনের পরে দুই জয়ী প্রার্থী, নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার সাংসদ পদে থেকে যাওয়ার জন্য পদত্যাগ করেন । ফল ঘোষণার কিছুদিন পরই বিজেপিতে যোগ দেন করেন মুকুল রায় । তারপরই মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত দুই বিজেপি বিধায়ক, তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস যোগদান করেন তৃণমূলে । এরপর আজ আবার শাসকদলে ফিরে এলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় ।