কলকাতা, 26 অক্টোবর: বিজেপিতে থেকে উন্নয়নের কোনও কাজ হচ্ছিল না ৷ আর তার জেরেই তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার ৷ একই সঙ্গে তাঁর স্পষ্ট অভিযোগ, কেন্দ্র যেভাবে রাজ্যের 100 দিনের টাকা আটকে রেখে বঞ্চনা করছে, তার জেরেই তিনি বিজেপি ছেড়েছেন ৷ বিজেপিতে সৌমিত্র খাঁ আর অমিতাভ চক্রবর্তীর 'দাদাগিরি' চলছে বলেও বৃহস্পতিবার ক্ষোভ উগড়ে দিলেন হরকালী প্রতিহার ৷
দুর্গাপুজো শেষ হয়েছে সবে এখনও বিসর্জন কার্নিভাল হয়নি রাজ্যে। কিন্তু বঙ্গে আবার শাসক বিরোধী রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেল । বৃহস্পতিবার পদ্ম শিবিরকে বড় ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার । আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্যামাক স্ট্রিটের অফিসে বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন । গত লোকসভা নির্বাচন তার পরবর্তী বিধানসভা নির্বাচনেও শাসকদলের ভালো ফল হওয়া সত্বেও জেলা বাঁকুড়ায় আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার মত প্রত্যন্ত জেলাতে সে সময় নিজেদের সংগঠন শক্তিশালী করেছিল গেরুয়া শিবির। কিন্তু এদিন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়কের দলত্যাগ গেরুয়া শিবিরের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে।
এদিন ইটিভি ভারতের প্রতিনিধিকে হরকালী প্রতিহার বলেন, "বিজেপির মধ্যে আজকে নীতি-আদর্শ-নৈতিকতা বলে কিছু নেই ৷ কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখে বঞ্চনা করছে ৷ আমি জনপ্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গের মানুষকে পিছিয়ে দেওয়ার নীতি আমি মানতে পারছি না ৷" তবে এই বিষয়ে বিজেপির অন্দরে কোনও কথা হয়নি বলেই এদিন জানান কোতুলপুরের বিধায়ক ৷ বরং তাঁর দাবি, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে 100 দিনের কাজের টাকা ফিরিয়ে আনার আন্দোলন চলছে তাতে আমি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব ৷" পাশাপাশি বিজেপি বিধায়কের পদ থেকে ইস্তফা দেবেন কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে হরকালী বলেন, "সেটা সময় এলে দেখা যাবে ৷"