পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 দিন ঘুরেও এসএসকেএমে মিলছে না আইসিইউ বেড, হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক - এসএসকেএমে বেড না পাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের

SSKM Hospital: রাজ্যের অন্যতম হাসপাতালে আইসিইউ বেডের অভাব ৷ 10 দিন ধরে অপেক্ষা করেও রোগীকে ভর্তি করতে না পেরে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি বিধায়ক ৷

ETV Bharat
এসএসকেএম হাসপাতাল

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 6:34 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা । এবার রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীকে ভর্তি করতে না পারার অভিযোগ খোদ বিধায়কের । 10 দিন ধরে ঘুরেও এসএসকেএম হাসপাতালে মিলছে না বেড । এমনই অভিযোগ করেছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ।

33 বছরের পুরনো বিজেপি নেতা মিলন বিশ্বাস ব্রেন স্ট্রোকে আক্রান্ত । প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল জেলার হাসপাতালে । কিন্তু সেখানে আইসিইউ ব্যবস্থা না থাকায় তড়িঘড়ি করে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায় । অভিযোগ, শহরের একের পর এক নামজাদা সরকারি হাসপাতালে ঘুরলেও আইসিইউ বেডের ব্যবস্থা করতে পারেনি পরিবার । সরকারি হাসপাতালে জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে রোগীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । কিন্তু সেখানে ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা বিল হয়ে গিয়েছে । সেই টাকা মেটানোর সামর্থ্য পরিবারের নেই । তাই ওই হাসপাতাল থেকে রোগীকে বের করে আনা হবে । কিন্তু রোগীকে আইসিইউতে রেখেই চিকিৎসা জরুরি । যা সরকারি হাসপাতাল ছাড়া সম্ভব নয় । এমতাবস্থায় তাঁরা যোগাযোগ করেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে । তবে তাতেও মেলেনি সুরাহা ।

এই বিষয়ে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, "এসএসকেএমে রোগীকে ভর্তি করানোর জন্য শাসকদলের এক বিধায়কের সঙ্গেও কথা বলেছি । সেই নেতাই তাঁকে হাসপাতালের সুপার ও ডিরেক্টরের সঙ্গে দেখা করতে বলেন । কিন্তু এখনও কারও সঙ্গে দেখা হয়ে ওঠেনি । যতবারই দেখা করার চেষ্টা করলাম, শুনলাম যে ওঁরা মিটিংয়ে রয়েছেন । তাই এখনও দেখা হয়ে ওঠেনি । আমি আর একটা দিন দেখব । তারপর বিধায়ক হিসাবে যা করার করব । প্রয়োজনে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে চিঠি লিখব ।"

এরই সঙ্গে তাঁর অভিযোগ, এসএসকেএম বর্তমানে সরকারি লোকজনদের গেস্ট হাউসে পরিণত হয়ে গিয়েছে । জেলে থাকা লোকজন চাইলেই বেড কিংবা আইসিইউ পেয়ে যাচ্ছে । বিধায়কের যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ পরিষেবা পাবে কীভাবে ?

ABOUT THE AUTHOR

...view details