কলকাতা, 6 মার্চ: বিধানসভাতেই কোলাকুলি । যেন মেলায় ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইকে আবার ফিরে পেলেন । হঠাৎ করে এসব কী বলছি বুঝতে পারছেন না তো । দাঁড়ান একটু খোলসা করেই বলা যাক । জেল থেকে বেরোনোর পর বর্ধিত বাজেট অধিবেশনের প্রথম দিন বিধানসভায় এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF leader Nawsad Siddique) । আর নওশাদকে দেখেই কোলাকুলিতে উদ্যোগী হলেন বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Asim Sarkar)।
বিধায়কদের কোলাকুলি: প্রসঙ্গত, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় গণ্ডগোলের কারণে গ্রেফতার হওয়ার পর গত বাজেট অধিবেশনে বিধানসভায় উপস্থিত থাকতে পারেননি নওশাদ সিদ্দিকী । তবে এদিন বর্ধিত বাজেট অধিবেশনের শুরুর দিনেই আগেভাগেই বিধানসভায় এসে উপস্থিত হন তিনি । এদিন বিধানসভায় শাসক থেকে বিরোধী বিভিন্ন বিধায়কেরা তার খোঁজখবর নেন । তিনি এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন । কিন্তু এসবের মাঝে বিজেপি বিধায়ক অসীম সরকারের কোলাকুলি ছিল সবচেয়ে বেশি আলোচনার বিষয় । নাগরিকত্ব প্রশ্নে যে বিজেপি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বাইরে রেখে নাগরিকত্ব দেওয়ার কথা বলে, সেই দলের বিধায়কের এ হেন আচরণ খুব স্বাভাবিকভাবেই সাংবাদিকদের চোখে পড়ে ।