কলকাতা, 18 নভেম্বর : ভরসা নেই রাজ্য পুলিশের উপর । সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলে তবেই নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব । তাই সব বুথে চাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । আজ শিশির বাজোরিয়ার নেতৃত্বে BJP-র একটি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তাঁর দপ্তরে গিয়ে এই দাবি জানাল ।
সব বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ BJP - নির্বাচন কমিশন
রাজ্য পুলিশ নয়, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট চালনার আর্জি জানাল BJP ।
প্রথমবারের জন্য খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রটি দখল করতে চায় তৃণমূল । মাঠে নামানো হয়েছে শুভেন্দু অধিকারীকে । পাশাপাশি লোকসভা ভোটের নিরিখে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল । সেটিও দখল করতে চায় তারা । নদিয়ার করিমপুর কেন্দ্রটি দখলে আনতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং বাম-কংগ্রেস জোট ।
এই পরিস্থিতিতে কড়া হাতে নির্বাচন পরিচালনা করতে চায় কমিশন । রাজ্যে ইতিমধ্যে 6 জন পর্যবেক্ষককে নিয়ে এসেছে কমিশন। এই পরিস্থিতিতে তিনটি বিধানসভা আসনেই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দাবি করল BJP ।