কলকাতা, 4 অগস্ট:পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা (Post Poll Violence) ইস্যুকে জিইয়ে রাখতে এবং আতঙ্কিত বিজেপি (Bengal BJP) কর্মীদের চাঙ্গা করতে এমাসে রাজ্যে ধাপে ধাপে আসছেন 12 জন কেন্দ্রীয় মন্ত্রী । 18 অগস্ট থেকে রাজ্যজুড়ে 4টি রাজনৈতিক যাত্রা করবে বিজেপি । এই কর্মসূচিতে চারজন কেন্দ্রীয় মন্ত্রী তিনটে দলে ভাগ হয়ে শহিদ বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছবেন । এর পর অন্য কর্মসূচিতে আসবেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা (Union Ministers) ।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে । তাঁর কথায়, "18 অগস্ট থেকে বাংলায় আমরা 4টি বিশেষ রাজনৈতিক যাত্রা কর্মসূচি করছি । তার জন্য বাংলায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । বিজেপির শহিদ পরিবারগুলির সঙ্গে আমরা দেখা করব । সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য । সব মিলিয়ে ধাপে ধাপে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী এই মাসেই রাজ্যে আসবেন ৷"
আরও পড়ুন:রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী
2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করাই লক্ষ্য গেরুয়া শিবিরের । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির বহু কর্মী এখনও ঘরছাড়া । অনেক বিজেপি কর্মী আবার তৃণমূলে যোগ দিয়েছেন । রাজ্যে ছত্রভঙ্গ অবস্থা বিজেপির । কিভাবে আবার বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো যায়, এই বিষয়ে দিল্লিতে একটি বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব । এই বৈঠকে ছিলেন বঙ্গ বিজেপির 18 জন লোকসভার সাংসদ ও 2 জন রাজ্যসভার সাংসদ । এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malaviya) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ । সেখানেই এই কর্মসূচি চূড়ান্ত হয় ।