কলকাতা, ২৫ মার্চ: আজ ফের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আসছে BJP-র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক BJP নেতা। BJP সূত্রে খবর, হুগলির জেলাশাসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানাবেন তাঁরা।
মুকুল রায় হুগলিতে বলেছিলেন, "ভবিষ্যতে ভালো পোস্টিংয়ের জন্য নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান না ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার। রিটার্নিং অফিসার শাসক দলকে সন্তুষ্ট রাখার জন্য এই কাজ করছেন। এই নির্বাচনে একটি মানুষের উপর যদি আঘাত আসে তাহলে আমরা বলব হুগলির নির্বাচন স্থগিত থাক। প্রয়োজনে বদলে দেওয়া হোক জেলাশাসককে।"