পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Protest Against Kaliaganj Case: কালিয়াগঞ্জ কাণ্ডে কলকাতায় প্রতিবাদ বিজেপি'র, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

কালিয়াগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের যে অভিযোগ উঠেছে সেই ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতায় বিক্ষোভ দেখায় বিজেপি'র মহিলা মোর্চা ৷ উত্তর ও দক্ষিণ কলকাতায় বিক্ষোভ দেখানো হয় ৷

ETV Bharat
বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ

By

Published : Apr 22, 2023, 10:58 PM IST

কলকাতা, 22 এপ্রিল: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক রাজবংশী কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে দু'দিন ধরে উত্তপ্ত এলাকা ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতি ৷ ময়দানে নেমেছে বিজেপি ৷ ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতাতে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা ৷

এদিন বঙ্গ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয় । কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে কলকাতাতেও এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি'র মহিলা মোর্চা ৷ কলকাতার বিভিন্ন জায়গাতেও কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান হয় ৷

উত্তর কলকাতা মহিলা মোর্চার পক্ষ থেকে নিউমার্কেট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন হয় । নিউমার্কেট থানা ঘেরাও করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয় । এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে মহিলা মোর্চা ৷ এই মর্মে তাঁরা থানায় ডেপুটেশনও জমা দেন বিক্ষোভকারীরা ।

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার উত্তর কলকাতার সভানেত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমঘ্ন ঘোষ ও দলের নেতা-কর্মীরা ৷ তমঘ্ন এদিন বলেন, "আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মৃত কিশোরীর বাড়িতে গিয়েছিলেন ৷ যতই রাজ্য সরকারের অপছন্দ হোক আমরা সব পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে থাকব । রাজ্য সরকার আমাদের যতই বাধা দেওয়ার চেষ্টা করুক আমরা সবসময় মানুষের জন্য লড়াই করেছি এবং আগামিদিনেও মানুষের ন্যায্য দাবি নিয়ে পথে নেবে লড়াই করে যাব ।"

আরও পড়ুন: টেনে-হিঁচড়ে নয়, নাবালিকার দেহ অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিল পুলিশ, দাবি এসপি'র

এই একই ইস্যুতে এদিন বিক্ষোভ দেখানো হয় ভবানীপুর থানার সামনেও । প্রথমে হাজরা মোড়ে বিজেপি'র পক্ষ থেকে জমায়েত করা হয় । সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে বিক্ষোভকারীরা ভবানীপুর থানার সামনে যান । দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার তরফ থেকে এই বিক্ষোভ চলে এদিন। পরে মহিলা মোর্চার পক্ষ থেকে ভবানীপুর থানায় ডেপুটেশনও জমা দেওয়া হয় । যদিও এদিন জেলা পুলিশ সুপার দাবি করেছেন, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে বিষক্রিয়ায় ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ মৃতার শরীরে গুরুতর আঘাতের কোনও চিহ্ন নেই ৷ যৌন নির্যাতনের বিষয়টি চিকিৎসকদের কাছে আবার জানতে চাওয়া হবে বলে তিনি জানান ৷

ABOUT THE AUTHOR

...view details