কলকাতা, 4 নভেম্বর: "একটা 'নেরি'-কে লেলিয়ে রেখেছে আমার পিছনে। যে সাড়ে তিন বছরের জেল খেটেছে।" নাম না-করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে এই ভাষাতেই তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শিশির অধিকারীর আয়ের খতিয়ান চেয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আর তারপরেই বিজেপির তমলুক সাংগাঠনিক জেলার নন্দকুমারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কুণাল ঘোষকে পালটা আক্রমণ করেন শিশির-পুত্র শুভেন্দু। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "একটা নেরিকে লাগিয়ে রেখেছে আমার পিছনে। সাড়ে তিন বছরের জেল খেটেছে ৷ উনি শুধু ঘেউ ঘেউ করে ! প্রত্যেকদিন ঘেউ ঘেউ ঘেউ ঘেউ করে আজও ঘেউ ঘেউ করছে। মমতার পোষ্য। তাই ভাইপো ওনাকে মাসে সাড়ে তিন লাখ টাকা বেতন দেয়। আমি সোজা করে দেব।"
এর সঙ্গেই তিনি বলেন, "আমি লক্ষণ শেঠকে প্রাক্তন করে দিয়েছি। 78 বছর বয়সে বিয়ে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্মাদ হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। অসংলগ্ন কথাবার্তা বলছেন। কোনও ছিরি নেই। ভুল বকছেন। শুভেন্দু অধিকারীর আতঙ্ক। আমি চ্যালেঞ্জ করে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অতীত কী আর বর্তমান কী ? আপনি কীভাবে বদলেছেন, আপনি সামনে তালি দেখিয়ে পিছনে কী করেন আমি সব জানি। ভাইপোও একইরকম হয়েছে।"