কলকাতা, 5 সেপ্টেম্বর: চলছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ আর তারই মধ্যে এবার ধূপগুড়ির অ্যাডিশনাল এসপি ওয়াংদেন ভুটিয়ার বিরুদ্ধে সেখানকার বিজেপি প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে । এই মর্মে কিছু আগেই বিজেপি নেতা শিশির বাজোরিয়া একটি ভিডিয়ো সমেত ই-মেলের মাধ্যমে অভিযোগপত্র জমা দিয়েছে জাতীয় নির্বাচনী আধিকারিকের কাছে ।
শিশির বাজোরিয়ার পাঠানো চিঠি অনুসারে বলা হয়েছে, সংবাদমাধ্যমে স্পষ্ট দেখা গিয়েছে যে কর্মরত অতিরিক্ত এসপি ওয়াংদেন ভুটিয়া ওখানকার বিজেপি প্রার্থী তাপসী রায়কে ভয় দেখানোর চেষ্টা করছেন । ওই বিজেপি প্রার্থী ভোট কেন্দ্রে গিয়ে দেখেন যে একজন পুলিশ কনস্টেবল ভোটারদের আইডি দেখে ভোটগ্রহণ কক্ষে প্রবেশ করাচ্ছেন । কিন্তু নির্বাচনের বিধি অনুসারে তো আইডি কার্ড পরীক্ষা করার কাজ তো তাঁদের নয় ৷ তাঁদের কাজ শুধুমাত্র ভোটারদের লাইন ঠিক রাখা । এছাড়াও তাপসী রায় অভিযোগ করে বলেন যে, রাজ্য পুলিশের একাধিক কর্মী বুথের ভিতরে ছিল সেইসময় ।
এই বিষয় প্রতিবাদ জানিয়ে প্রিসাইডিং অফিসারকে অভিযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া বিজেপি প্রার্থী তাপসী রায় ও তার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । তিনি অভিযোগ করেন যে, ওয়াংদেন ভুটিয়া বিজেপি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং হুমকির সুরে কথা বলেছেন । পুলিশের দাবি, বিজেপি প্রার্থী পুলিশি নিরাপত্তা বিধি ভঙ্গ করেছেন । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
Dhupguri Bye Election: পুলিশের বিরুদ্ধে দলীয় প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ; কমিশনে চিঠি বিজেপির
সকাল থেকে উপ-নির্বাচন শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভায় ৷ ভোট শান্তিপূর্ণভাবে চলার মাঝেই বিজেপি প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ এই মর্মে কমিশনে চিঠি দিল বিজেপি ৷
Published : Sep 5, 2023, 8:11 PM IST
আজ সকাল সাতটা থেকে ধূপগুড়ি বিধানসভায় শুরু হয়েছে উপ-নির্বাচন ৷ প্রতিটি বুথেই 4 জন করে আধাসামরিক বাহিনীর জওয়ান রয়েছেন ৷ এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে মোট 30 কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ 260টি বুথে ভোটগ্রহণ চলছে ৷ সবকটি বুথেই ক্যামেরা ও ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন ৷ তার মাঝেই এই অভিযোগ জানাল বিজেপি ৷
আরও পড়ুন : কোথাও বিকল ইভিএম, কোথাও নিশানায় বিজেপি; 11টা পর্যন্ত ভোট পড়ল 34.26%