কলকাতা, 19 ডিসেম্বর :পৌরভোট চলাকালীন রবিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা ৷ ভোটপর্ব চলাকালীন যাতে বাইরে বেরতে না পারেন, তার জন্য কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে তালাবন্দি করে রাখা হল রাজ্যের আট বিজেপি বিধায়ককে (BJP legislators locked in mla hostel) ৷ পরে অবশ্য এমএলএ হস্টেলের গেটের তালা খুলে দেয় পুলিশ ৷ এর বিরুদ্ধে এদিন এমএলএ হস্টেলের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীরা ৷
কিন্তু কেন এদিন তাঁদের সঙ্গে এমন আচরণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিজেপি বিধায়করা ৷ ক্ষোভ উগড়ে তাঁদের কটাক্ষ, "মমতা বন্দ্য়োপাধ্যায়ের রাজত্বে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না ৷" ক্ষুব্ধ বিজেপি বিধায়কদের দাবি, কেন তাঁদের এইভাবে আটকে রাখা হচ্ছে, তা তাঁরা বারবার পুলিশের কাছে জানতে চাইলেও এই নিয়ে কোনও সদুত্তর পুলিশ দেয়নি ৷ এক বিজেপি বিধায়কের কথায়, "আমাদের কোনও কাগজ বা কারণও দেখানো হয়নি ৷ পুলিশ শুধু বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ জানে ৷"