পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021: "মমতার রাজত্বে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়", ক্ষোভ উগড়ে দিলেন তালাবন্দি বিজেপি বিধায়করা

কলকাতায় পৌরভোট চলাকালীন এমএলএ হোস্টেলে তালাবন্দি হলেন আট বিজেপি বিধায়ক (BJP legislators locked in mla hostel) ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি বিধায়করা ৷

KMC Election 2021
কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে তালাবন্দি করে রাখা হল রাজ্যের আট বিজেপি বিধায়ককে

By

Published : Dec 19, 2021, 6:32 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর :পৌরভোট চলাকালীন রবিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা ৷ ভোটপর্ব চলাকালীন যাতে বাইরে বেরতে না পারেন, তার জন্য কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে তালাবন্দি করে রাখা হল রাজ্যের আট বিজেপি বিধায়ককে (BJP legislators locked in mla hostel) ৷ পরে অবশ্য এমএলএ হস্টেলের গেটের তালা খুলে দেয় পুলিশ ৷ এর বিরুদ্ধে এদিন এমএলএ হস্টেলের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীরা ৷

কিন্তু কেন এদিন তাঁদের সঙ্গে এমন আচরণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিজেপি বিধায়করা ৷ ক্ষোভ উগড়ে তাঁদের কটাক্ষ, "মমতা বন্দ্য়োপাধ্যায়ের রাজত্বে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না ৷" ক্ষুব্ধ বিজেপি বিধায়কদের দাবি, কেন তাঁদের এইভাবে আটকে রাখা হচ্ছে, তা তাঁরা বারবার পুলিশের কাছে জানতে চাইলেও এই নিয়ে কোনও সদুত্তর পুলিশ দেয়নি ৷ এক বিজেপি বিধায়কের কথায়, "আমাদের কোনও কাগজ বা কারণও দেখানো হয়নি ৷ পুলিশ শুধু বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ জানে ৷"

"মমতা রাজত্বে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়", ক্ষোভ উগড়ে দিলেন তালাবন্দি বিজেপি বিধায়করা

আরও পড়ুন :নাটুকে’ বিরোধীদের উপেক্ষার পরামর্শ মমতার

বিজেপি বিধায়কদের দাবি, নির্বাচন কমিশন বা পুলিশের এক্তিয়ার নেই এভাবে তাঁদের আটকে রাখার, কার নির্দেশ এমন হল তা নিয়ে বিধানসভার স্পিকারকে জবাব দিতে হবে ৷ বিষয়টি নিয়ে বিধানসভায় স্বাধীকার ভঙ্গের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিধায়করা ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে ৷ এদিন কলকাতা পৌরভোটে অশান্তির অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দেয় বিজেপি ৷ তাঁদের বিধায়করাও এই বিক্ষোভে যোগ দেবেন বলে জানিয়েছিল বিজেপি নেতৃত্ব ৷ তারপরেই বিজেপি বিধায়কদের এভাবে আটকে রাখার ঘটনা নয়া মাত্রা যোগ করল রাজ্য রাজনীতিতে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details