পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ বিজয়বর্গীয়র নেতৃত্বে ব্যারাকপুর যাচ্ছে BJP প্রতিনিধি দল

BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র কাছে BJP-র তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হবে ।

Kailash Vijayvargiya
কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Oct 5, 2020, 9:47 AM IST

Updated : Oct 5, 2020, 12:20 PM IST

কলকাতা , 5 অক্টোবর : টিটাগড়ের BJP নেতার খুনের ঘটনায় আজ ব্যারাকপুর যাচ্ছেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । তাঁর সঙ্গে থাকবেন BJP-র সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় , BJP যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ , সঞ্জয় সিং , জগন্নাথ সিং, শঙ্কুদেব পাণ্ডা । BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র কাছে BJP-র তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হবে আজ ।

রবিবার রাত আটটা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে গল্প করছিলেন BJP নেতা মণীশ শুক্লা । সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

এরপরই শুরু হয় BJP সমর্থকদের বিক্ষোভ । BJP-র অভিযোগ , শাসকদলই এই কাজ করেছে । যদিও তা অস্বীকার করেছে তৃণমূল । এই ঘটনায় CBI তদন্তের দাবি জানান BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । তিনি একটি ভিডিয়ো বার্তায় বলেন , "পুলিশের উপর কোনও বিশ্বাস নেই । কারণ থানার সামনে যেহেতু এই ঘটনা ঘটেছে , সেক্ষেত্রে পুলিশের ভূমিকা সন্দেহজনক । এই ঘটনার CBI তদন্ত হওয়া উচিত । পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার । "

আরও পড়ুন, BJP-র ডাকা বনধে সুনসান ব্যারাকপুর

খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুরে বনধ ডাকে BJP । এই মুহূর্তে বনধে কার্যত সুনসান ব্যারাকপুর । কোনও দোকান খোলেনি । তবে রাস্তায় কোনও পুলিশ বা দলীয় কর্মীদের দেখা যায়নি ।

আরও পড়ুন ,টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র


আজ বনধের এই পরিস্থিতিতে ব্যারাকপুর যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয় । তাঁর নেতৃত্বে মুকুল-সৌমিত্র-সহ BJP প্রতিনিধি দল ব্যারাকপুর যাচ্ছে । BJP নেতারা থানায় একটি স্মারকলিপি জমা দেবেন ।

Last Updated : Oct 5, 2020, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details