কলকাতা, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ৷ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির সচিবালয় থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে (Governor of West Bengal) ৷ জগদীপ ধনকড় দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাঁর জায়গায় অস্থায়ীভাবে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন লা গনেশন ৷ তিনমাস পর রাজ্যে স্থায়ী রাজ্যপাল হিসেবে আসতে চলেছেন সিভি আনন্দ বোস (new Governor in Bengal) ৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন রাজ্যপালের এই নিয়োগকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি (BJP leaders reaction on appointment of new Governor) ৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন, "বাংলার রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের নিয়োগকে আমি স্বাগত জানাচ্ছি ৷"