কলকাতা, 5 মার্চ : পৌরভোটে হার নিয়ে গেরুয়া শিবিরের আচরণকে উটপাখির সঙ্গে তুলনা করে টুইট করলেন বিজেপি নেতা তথাগত রায় ৷ প্রসঙ্গত, পৌরভোটে মুখ থুবড়ে পড়েছে পদ্মফুল ৷ 108টি পৌরসভার মধ্যে 102টি পৌরসভাই তৃণমূলের দখলে । বিজেপি কয়েকটি ওয়ার্ডে জয়ী হলেও একটি পৌরসভাও পায়নি ৷ গেরুয়া শিবির অবশ্য দাবি করছে, এই ফলাফল জনতার রায় নয় ৷ এটা দখলদারির রাজনীতি ৷ এ প্রসঙ্গে টুইট করলেন তথাগত (BJP leader Tathagata Roy slams Bengal BJP over Civci Poll 2002 defeat) ৷
এই টুইটে তিনি লেখেন, "বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, 3 থেকে বাড়িয়ে 77 তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া !" একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি 294 টির মধ্যে 77টি আসনে জয় লাভ করে ৷ উল্লেখ্য উটপাখি পৃথিবীর পক্ষীকুলের মধ্যে সবচেয়ে বড় পাখি ৷ তাই ডিমটিও পাখিদের মধ্যে সর্ববৃহৎ ৷ এদিকে বিজেপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল ৷ একুশের বিধানসভা ভোটে 77টি আসন পেয়ে কি বেশি আত্মবিশ্বাসী হয়ে ছুটছিল বিজেপি ? অথচ পশ্চিমবঙ্গের পৌরভোটে পদ্মফুল ডিম ফোটাতে পারল না ৷