পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর - রাজ্যপাল

শনিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু ৷

শুভেন্দু অধিকারী-জগদীপ ধনখড়
শুভেন্দু অধিকারী-জগদীপ ধনখড়

By

Published : May 9, 2021, 9:49 AM IST

কলকাতা, 9মে :রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু ৷

এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে শুভেন্দু এবং তাঁর সাক্ষাতের কিছু ছবি শেয়ার করে লেখেন, "বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন রাজভবনে আমার সঙ্গে দেখা করেন, এবং ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এছাড়াও রাজ্যের এই ভোট পরবর্তী হিংসার কারণে যে সব জনগণ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন, তা নিয়েও চিন্তা প্রকাশ করেছেন ৷"

নির্বাচনের পর যে সব হত্যা, দলীয় সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটেছে তা শাসকদল পরিকল্পনা করে করছে বলে শুভেন্দু এদিন রাজ্যপালের কাছে অভিযোগ করেন ৷

আরও পড়ুন :এক ফোনে বাড়ির দরজাতেই করা যাবে করোনা পরীক্ষা

ABOUT THE AUTHOR

...view details