কলকাতা, 8 জুলাই: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই দফায় দফায় গোলমাল হচ্ছে ৷ প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক ৷ এই পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানিয়েছেন যে এই নিয়ে জবাবদিহি চাইতে তিনি ফোন করেছিলেন রাজ্য়ের নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ফেসটাইমে ওঁকে ফোন করেছিলাম, ওঁকে বলেছি যত বেআইনি সম্পত্তি করেছেন, তার নথি আমার কাছে আছে ৷ প্রথম বলেছি, আর কত রক্ত দরকার আপনার ? আপনি কত রক্ত খেতে চান ?’’ এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী ভোটপর্ব মেটার পরই রাজ্য নির্বাচন কমিশনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজীবা সিনহাকে ৷ শুভেন্দু বলেন, ‘‘বলেছি, যাচ্ছি আপনার কার্যালয়ে সন্ধে 6টার সময় তালা ঝোলাব ৷ কলকাতা পুলিশকে ডেকে রাখুন ৷’’
এছাড়াও ভোট দিতে এসে শুভেন্দু অধিকারী ‘চলো কালীঘাট’ কর্মসূচির কথা বলেন । তিনি বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে মন্ত্রিত্ব ছেড়ে এই দলে (বিজেপি) এসেছি । আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি । চলো কালীঘাট, ইঁটগুলো খুলি । যতই গুলি করুক, আমি থাকব । 10-20 জন মারা যাবে বাংলার 1 কোটি মানুষ বাঁচবে ।"