কলকাতা, 30 অগস্ট: বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সকালে তিনি টুইটারে লেখেন, বাজেয়াপ্ত করা বাজি, বিস্ফোরক পদার্থ- সবকিছু পুলিশ নষ্ট করে দেবে নিয়ে এসেছে ৷ কিন্তু তিনি খবর পেয়েছেন, এই দাহ্য পদার্থগুলি অন্যত্র পাচার করা হচ্ছে ৷ আর সেই কাজে জড়িত খোদ পুলিশই ৷ সামাজিক মাধ্যমে এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷
ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, থানা চত্বরে স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে বাজি, বিস্ফোরক পদার্থ ৷ আর সেইসবকিছুতে জল ঢালছে পুলিশ ৷ এদিক ওদিক বাজির বাক্স ছড়িয়ে রয়েছে ৷ 27 অগস্ট, রবিবার সকালে দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, মানুষের দেহের বিভিন্ন অংশ এদিক ওদিক ছিটকে যায় ৷ পাশের বাড়ির চাল থেকে ছিন্ন ভিন্ন দেহের টুকরো পাওয়া গিয়েছে ৷