কলকাতা, 3 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে সরকারি আধিকারিকদের ব্যবহার করা হচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন এই নিয়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷
ওই টুইটে তিনি তিনটি ছবি ব্য়বহার করেছেন ৷ ওই ছবিগুলির মধ্য়ে একটিতে নাম ও ফোন নম্বর দেওয়া একটি তালিকা রয়েছে ৷ অন্য একটি ছবিতে ওই তালিকা পাঠানো হয়েছে এমন একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট রয়েছে ৷ আর তৃতীয় ছবিটিতে কয়েকজনকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ব্যানার টাঙাতে দেখা যাচ্ছে ৷ হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশটের ছবির সঙ্গে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগদানের জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন স্বয়ং জলপাইগুড়ির জেলাশাসক দফতরের কর্মী ৷
তার পর ওই টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন শুধুমাত্র পুলিশকেই ব্যবহার করছেন না ৷ কিন্তু সরকারি কর্মচারীদেরও আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের (আঞ্চলিক দল) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটে ব্যবহার করা হচ্ছে৷ পিসি-ভাইপোর (মমতা-অভিষেক) আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনের সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কর্মী হিসেবে ব্যবহার করার তালিকাটা দেখুন ৷’’