মথুরাপুর, 27 অগস্ট: "বাংলার সরকার পাকিস্তানকে ভালোবাসে", সংবাদসংস্থা এএনআইকে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মাত্র একদিন আগে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি ৷ তার নাম ভক্তবংশী ঝাঁ ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে তিনি শাসকদল তৃণমূলের ঘাড়েই দায় চাপিয়ে এই মন্তব্য করেন ৷ এর আগে একাধিকবার পশ্চিমবঙ্গ থেকে আইএসআই এজেন্ট সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সুকান্তর এই মন্তব্য ঘিরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই প্রথম নয়, অতীতেও বিজেপি নেতারা একাধিকবার এই ধরনের কথা বলেছেন। 2015 সালে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর একটি মন্তব্য ঘিরে তুমুল চর্চা হয়। নেপাল সীমান্তের কাছে অবস্থিত রক্সৌলের সভা থেকে তিনি বলেন, "বিহারে বিজেপি হারলে পাকিস্তানে বাজি ফাটবে। " এরপর 2017 সালে গুজরাত বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও কার্যত একই কথা বলেন। তাঁরও দাবি ছিল গুজরাতে বিজেপি হারলে পাকিস্তান খুশি হবে। এবার পাকিস্তান আর তৃণমূলের মধ্যে সুসম্পর্ক আছে বলে দাবি করলেন সুকান্ত।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দলীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তার আগে এদিনই সকালে খবর পাওয়া যায়, কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ অভিযোগ, বিহারের বাসিন্দা ভক্তবংশী ঝাঁ দিল্লির একটি সংস্থায় কুরিয়ার বয়ের কাজ করত ৷ গত তিনমাসে এই কাজ করতে করতে সে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছে ৷
আরও পড়ুন: সেনার তথ্য পাচারের পর সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক, তিনদিন ওত পেতে এসটিএফের জালে গুড্ডু