পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'বাংলার সরকার পাকিস্তানকে ভালোবাসে', সন্দেহভাজন পাক-গুপ্তচরের গ্রেফতারি নিয়ে তোপ সুকান্তর

পাক গুপ্তচর সন্দেহে শনিবার সকালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয় ভক্তবংশী ঝাঁ নামে এক ব্যক্তি ৷ এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 10:08 AM IST

Updated : Aug 27, 2023, 10:22 AM IST

মথুরাপুর, 27 অগস্ট: "বাংলার সরকার পাকিস্তানকে ভালোবাসে", সংবাদসংস্থা এএনআইকে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মাত্র একদিন আগে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি ৷ তার নাম ভক্তবংশী ঝাঁ ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে তিনি শাসকদল তৃণমূলের ঘাড়েই দায় চাপিয়ে এই মন্তব্য করেন ৷ এর আগে একাধিকবার পশ্চিমবঙ্গ থেকে আইএসআই এজেন্ট সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সুকান্তর এই মন্তব্য ঘিরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই প্রথম নয়, অতীতেও বিজেপি নেতারা একাধিকবার এই ধরনের কথা বলেছেন। 2015 সালে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর একটি মন্তব্য ঘিরে তুমুল চর্চা হয়। নেপাল সীমান্তের কাছে অবস্থিত রক্সৌলের সভা থেকে তিনি বলেন, "বিহারে বিজেপি হারলে পাকিস্তানে বাজি ফাটবে। " এরপর 2017 সালে গুজরাত বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও কার্যত একই কথা বলেন। তাঁরও দাবি ছিল গুজরাতে বিজেপি হারলে পাকিস্তান খুশি হবে। এবার পাকিস্তান আর তৃণমূলের মধ্যে সুসম্পর্ক আছে বলে দাবি করলেন সুকান্ত।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দলীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তার আগে এদিনই সকালে খবর পাওয়া যায়, কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ অভিযোগ, বিহারের বাসিন্দা ভক্তবংশী ঝাঁ দিল্লির একটি সংস্থায় কুরিয়ার বয়ের কাজ করত ৷ গত তিনমাসে এই কাজ করতে করতে সে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছে ৷

আরও পড়ুন: সেনার তথ্য পাচারের পর সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক, তিনদিন ওত পেতে এসটিএফের জালে গুড্ডু

শহরের একাধিক সংবেদনশীল জায়গার ছবি তুলেছে এবং তার ভিডিয়োগ্রাফিও করেছে অভিযুক্ত ৷ তারপর দিল্লি পৌঁছে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সেই ছবি-ভিডিয়ো পাকিস্তানে এক মহিলার কাছে পাঠায় ৷ পুলিশের সন্দেহ, ওই মহিলা পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে যুক্ত ৷ তাই এতদিনে দেশের বহু গোপন তথ্য ওই মহিলার কাছে পৌঁছে গিয়েছে বলে আশঙ্কা ৷

এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করলেন সুকান্ত ৷ তিনি সংবাদসংস্থা এএনআইকে বলেন, "পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পাকিস্তানকে ভালোবাসে ৷ তাই পাকিস্তানের জন্য কাজ করছে এমন লোকজন, যেমন আইএসআই এজেন্টরা বাংলায় বসবাস করতে পারে ৷ এখানে থেকেই তারা ভারত বিরোধী কাজকর্ম করে ৷ এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের সমর্থন পায় ৷"

আরও পড়ুন: পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন না পীর মহম্মদ

প্রসঙ্গত, গত ডিসেম্বরে আইএসআই এজেন্ট অভিযোগে এক টোটোচালককে গ্রেফতার করেছিল কলকাতার এসটিএফ ৷ তার নাম মহম্মদ শাকিল ওরফে গুড্ডু কুমার ৷ সে শিলিগুড়িতে টোটো চালাত ৷ ধৃত গুড্ডু বিহারের চম্পারণে থাকত ৷ বছর দুয়েক শিলিগুড়িতে একটি বাড়ি ভাড়া করে ছিল ৷ সূত্রের খবর, শিলিগুড়িতে থেকে সেনার গোপন তথ্য অন্য দেশে পাচার করছিল ৷ এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক নড়েচড়ে বসে ৷ তারা কলকাতা পুলিশকে সতর্ক করে ৷ পুলিশের এসটিএফ গুড্ডু কুমারকে গ্রেফতার করে ৷ এরপর শনিবার গ্রেফতার হল সন্দেহভাজন পাক গুপ্তচর।

Last Updated : Aug 27, 2023, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details