পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sidharth Slams Mamata: কেন্দ্রকে হিসেব দিন আর মানুষকে বোকা বানানো বন্ধ করুন, মমতাকে কটাক্ষ সিদ্ধার্থের - মোদি সরকার

কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ হয়ে যাওয়ার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং ৷ তাঁর কথায়, মমতার উচিত মানুষ বোকা না বানিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রকল্পের হিসেব দেওয়া ৷

BJP Leader Sidharth Nath Singh
BJP Leader Sidharth Nath Singh

By

Published : Jun 6, 2023, 7:17 PM IST

Updated : Jun 6, 2023, 8:46 PM IST

সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং

কলকাতা, 6 জুন: কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বরাদ্দ বন্ধ নিয়ে রাজ্য সরকার ও মোদি সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকেই অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয় । প্রতিটি রাজ্যকে কেন্দ্রের অর্থ পেতে হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় । কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না । তাই রাজ্যের এই অভিযোগ ভিত্তিহীন ।’’

এ দিন আজ বিজেপির রাজ্য দফতরে উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে মোদি সরকারের ন'বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় ৷ সেই নিয়ে আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক ৷ ওই সাংবাদিক বৈঠক থেকেই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগেন যোগী সরকারের প্রাক্তন মন্ত্রী ৷

তাঁর কটাক্ষ, "মানুষকে বোকা বানানো বন্ধ করুন । কারণ, পরের কিস্তির টাকা পেতে হলে হিসেব দিতেই হবে । এই রাজ্য কেন হিসেব দিতে পারছে না ? তার মানে কোনও অসাধু ব্যাপার রয়েছে এর পেছনে ? দুর্নীতি রয়েছে এর পেছনে ? আর সেটা তদন্ত করার সময় এলেই পশ্চিমবঙ্গ সরকার প্রতিহিংসার অভিযোগ করছে । রাজ্যের এভাবে প্রতিশোধমূলক হয়ে ওঠা উচিত নয় । হিসেব না পেলে কেন্দ্রের তা নিয়ে তদন্ত করার পূর্ণ অধিকার রয়েছে ।" এই বিষয় কথা বলতে গিয়ে তিনি একটি তথ্য তুলে ধরে দেখান যে 2015 ও 16 সালে এনডিএ অর্থাৎ বিজেপির আমলে রাজ্যকে 63578 কোটি টাকা দেওয়া হয়েছিল, যা আগের কেন্দ্র সরকারের বরাদ্দের থেকে অনেক বেশি । তাঁর অভিযোগ, তবুও রাজ্য সরকার কাঁদুনি গাইছে ।

ওই সাংবাদিক বৈঠকের আগে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন হিন্দি বলয়ের এই বিজেপি নেতা ৷ সেখানেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হন ৷ ওড়িশার বালোসোরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন আপত্তি করছেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের একের পর বোমা বিস্ফোরণের ঘটনাতেও মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবদিহিও চেয়েছেন ৷

আরও পড়ুন:ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তে মমতার আপত্তি কেন, প্রশ্ন তুললেন বিজেপির সিদ্ধার্থ নাথ সিং

Last Updated : Jun 6, 2023, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details