কলকাতা, 6 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন স্বয়ং অমিত শাহ ৷ তিনি চান বাংলার 42টি লোকসভা আসনের মধ্যে 35টির বেশি আসনে জয়ী হোক ভারতীয় জনতা পার্টি ৷ সেই লক্ষ্যে বঙ্গের গেরুয়া শিবির সফল হবেন বলে মনে করেন সিদ্ধার্থ নাথ সিং ৷ আর এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস’ মন্ত্রেই আসবে বলে তিনি মনে করেন ৷
মঙ্গলবার কলকাতায় বিজেপির সদর দফতরে মোদি সরকারের ন’বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেই সাংবাদিক বৈঠক থেকেই এই মন্তব্য করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং ৷ তাঁর কথায়, "যদিও আমি এই রাজ্যে আবার অনেকদিন পর এলাম । তবে গতকাল থেকে যেমন বুঝছি রাজ্যবাসীর মানসিকতার একটা পরিবর্তন হয়েছে । তারা বিজেপিকে বিকল্প হিসেবে বিবেচনা করছে ।’’
আরও পড়ুন:ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তে মমতার আপত্তি কেন, প্রশ্ন তুললেন বিজেপির সিদ্ধার্থ নাথ সিং
কিন্তু বাংলার ভোটে সংখ্যালঘু ভোটাররা বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ৷ সেই সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে না পারলে, এই রাজ্যে গেরুয়া শিবিরের সাফল্য অধরা থাকবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ৷ তবে সিদ্ধার্থ নাথের মতে বাংলার সংখ্যালঘুরাও ভোটের সময় বিজেপির পাশে থাকবেন ৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে নিয়ে, সকলের বিশ্বাস অর্জন করে, সকলের জন্য উন্নয়ন করতে চান (সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস) ৷