পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ছিল : শমীক ভট্টাচার্য - উলেন রায়

উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী উলেন রায়ের ৷ শমীক ভট্টাচার্যের অভিযোগ, পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যৌথভাবে হামলা চালিয়েছে ৷

bjp leader shamik bhattacharya slammed police over bjp worker death in siliguri
bjp leader shamik bhattacharya slammed police over bjp worker death in siliguri

By

Published : Dec 8, 2020, 6:10 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : নিজেদের মিছিলে নিজেরাই লোক মারে বিজেপি ৷ আজ রানিগঞ্জের সভা থেকে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর প্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "আমরা নিজেরাই নিজেদের কর্মীদের মারব ! কোনও সুস্থ মানুষ একথা বলতে পারে না ৷" তাঁর অভিযোগ, পুলিশের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ছিল ৷

বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি ৷ মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের ৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ বিজেপির অভিযোগ, মিছিলে পুলিশ ছররা গুলি চালিয়েছে ৷ তাতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর ৷ এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, "গতকাল পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ মিছিল শুরু হতেই পুলিশ আক্রমণ করে ৷ পুলিশের মধ্যেই তৃণমূলের সমাজবিরোধীরা ঢুকে ছিল ৷ নন্দীগ্রামের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সময় পুলিশের বেশে কয়েকজন আক্রমণ করেছে ৷ সিপিআইএমের ফেলে আসা জুতোর মধ্যে কারা পা গলিয়েছে ?"

শুনুন শমীক ভট্টাচার্যের বক্তব্য

আজ রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ ছররা গুলি ব্যবহার করে না ৷ পুলিশের তরফেও তা বলা হয়েছে । এই প্রসঙ্গে শমীকবাবু বলেন, "পুলিশ নাকি এই ধরনের বন্দুক ব্যবহার করে না ৷ তৃণমূলের সঙ্গী হিসেবে কাজ করছে পুলিশ ৷ গতকাল আমাদের বহু কর্মী আহত হন ৷ পুলিশের সঙ্গে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷"

বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় টুইট করে রাজ্য পুলিশ ৷ টুইটারে দাবি করা হয়, মিছিলে গুলি বা লাঠিচার্জ হয়নি ৷ শুধুমাত্র জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল ৷ বিষয়টিকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, "তদন্তের আগেই টুইট করেছে পুলিশ ৷ তদন্তের আগেই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে পুলিশ ৷ প্রশ্ন হল এত ভয় কেন ? এত তাড়াতাড়ি ময়নাতদন্ত হল কেন ?"

ABOUT THE AUTHOR

...view details