বিধাননগর, 27 নভেম্বর : ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্ব শিক্ষকদের সমস্যা মিটবে বলে মনে করছেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চে এসে একথা বলেন তিনি ৷ একই সঙ্গে তিনি পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানালেও অনশন তুলে নিতে অনুরোধ করেন ৷
"ক্লাবকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্বশিক্ষক সমস্যার সমাধান হবে", নিদান সায়ন্তনের
ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্বশিক্ষকদের সমস্যা মিটবে বলে মনে করছেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে ৷ আমি শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, এই আন্দোলন তুলে নিন ৷ আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলুক ৷ রাজ্য সরকারকে বলব ইগো ছেড়ে আলোচনায় বসুন ৷"
পার্শ্ব শিক্ষকদের অনশনের বিষয়ে সায়ন্তন বসু বলেন, "গতবার যখন এসেছিলাম, তখন আমি ভেবেছিলাম আর আসতে হবে না ৷ দু-চারদিনের মধ্যেই সমাধান মিলে যাবে ৷ কিন্তু, দুর্ভাগ্য সমাধান মিলছে না ৷ রাজ্য সরকার ইগো ধরে বসে আছে ৷ একজন শিক্ষিকাকেও আমরা হারিয়েছি ৷"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে ৷ আমি শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, এই আন্দোলন তুলে নিন ৷ আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলুক ৷ রাজ্য সরকারকে বলব ইগো ছেড়ে আলোচনায় বসুন ৷ চার কোটি 60 লাখ টাকার বিষয় ৷ ক্লাবগুলোকে 2 লাখ টাকা করে দেওয়া বন্ধ করলেই সমাধান মিলে যাবে ৷ এটা মুখ্যমন্ত্রী শুনলেই হত ৷ ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন কেন ? মানবিক কারণে এই আন্দোলনকে সমর্থন করছি ৷ তবে, আমরা চাই না শিক্ষকরা আন্দোলনে, অনশনে বসুক ৷ শিক্ষকরা অনশনে বসলে সেটা জাতির পক্ষে লজ্জা ৷"