কলকাতা, 8 জুন : লেকটাউনে এক নিগৃহীত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত BJP-র রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷
ঘটনায় BJP-র 20 জন কর্মী জখম হয়েছেন ৷ অন্যদিকে, তৃণমূলের পাঁচজন কর্মীও জখম হয়েছে বলে খবর ৷ দুই পক্ষই লেকটাউন থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ ৷
লেকটাউনে সব্যসাচী দত্তের উপর হামলা সব্যসাচী দত্তের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ধ্রুবনীল নামে স্থানীয় এক BJP কর্মীর বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছে । আজ তাঁর খোঁজ নিতেই লেকটাউনে যান তিনি । তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা । দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয়ে পড়ে । একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে । এরই মাঝে তৃণমূল কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ সব্যসাচী দত্তর ।
BJP-র প্রাক্তন জেলা সহ-সভাপতি পীযূষ কানোরিয়া-সহ 20জন BJP কর্মী জখম হয়েছেন । সব্যসাচী দত্তের নিরাপত্তারক্ষীও তৃণমূলের হামলায় আহত হন বলে জানা গিয়েছে ।