পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ravi Shankar Prasad: পঞ্চায়েতে হিংসা নিয়ে দুঃখপ্রকাশ না করে ব্যবস্থা নিন, রাজভবন থেকে বেরিয়ে মমতাকে বার্তা রবিশঙ্করের - বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ

বৃহস্পতিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা ৷ তাঁরা সেখানে কথা বলেন রাজ্যপালের সঙ্গে ৷ এখনও পর্যন্ত তাঁরা কী তথ্য পেয়েছেন, সেই কথাই রাজ্যপালকে জানান ৷

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad

By

Published : Jul 13, 2023, 12:30 PM IST

Updated : Jul 13, 2023, 2:49 PM IST

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ

কলকাতা, 13 জুলাই:পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ৷ বললেন, ‘‘মমতাজি শুধু দুঃখপ্রকাশ করলে হবে না ৷ ব্যবস্থাও নিতে হবে ৷’’ বৃহস্পতিবার রাজভবনের বাইরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরে এসে এই কথা বলেন পটনা সাহিবের সাংসদ ৷

বিজেপির নিশানায় মমতা: বিজেপির এই পাঁচ সদস্য়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গতকাল, বুধবারই কলকাতায় আসে ৷ পঞ্চায়েত ভোটে হিংসার যে অভিযোগ হয়েছে, তা খতিয়ে দেখতেই বিজেপির ওই দল এসেছে ৷ কলকাতায় এসেই সাংবাদিক বৈঠক করেন রবিশঙ্কর প্রসাদ৷ সেখান থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশ্যে ৷ কেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে আসছেন না, সেই প্রশ্ন তুলেছিলেন ৷ ঘটনাচক্রে বুধবার বিকেলেই সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন রবিশঙ্কর প্রসাদ সেই প্রসঙ্গ তোলেন৷ বলেন, ‘‘কাল মমতা সাংবাদিক বৈঠক করেছে বলে শুনেছি ৷ শুধু দুঃখপ্রকাশ করলে হবে না ৷ যারা এই কাজ করেছে (পঞ্চায়েতে হিংসায় অভিযুক্তরা) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ৷’’

রাজ্যপালের কাছে বিজেপির প্রতিনিধিরা:গতকাল, বুধবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা উত্তর 24 পরগনার বসিরহাট-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন ৷ তার পর বৃহস্পতিবার সকালেই তাঁদের দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার সকালে পরিকল্পনা বদলে ওই দলের সদস্যরা চলে যান রাজভবনে ৷ তাঁদের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ৷ তাঁরা বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপালের সঙ্গে ৷ বুধবার রাজ্যের বিভিন্ন অংশে ঘুরে তাঁরা কী দেখলেন, সেই কথাই রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে বলে জানালেন পরে সাংবাদমাধ্যমকে জানান রবিশঙ্কর প্রসাদ ৷

তিনি বলেন, ‘‘কাল থেকে বিভিন্ন জেলায় ঘুরছি । সেখানে ভয়ানক চিত্র উঠে এসেছে । সেই ছবি রাজ্যপালের সামনে তুলে ধরেছি । বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর হয়েছে । মারধর হয়েছে । তাও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷ গরিব মানুষরা মার খাচ্ছেন ৷ বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না ৷ সংবাদমাধ্যমে যা দেখাচ্ছে, তা কি মিথ্যে ? মমতার চেয়ে আমরা সংবাদমাধ্যমকেই বেশি বিশ্বাস করি ৷’’

রবিশঙ্কর প্রসাদের বক্তব্যে স্পষ্ট যে তাঁরা এখনও পর্যন্ত যা দেখেছেন সেই কথাই বলতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ৷ তবে রাজ্যপাল তাঁদের কথা শুনে কী বলেছেন, সেটা অবশ্য তিনি স্পষ্ট করেননি ৷ তবে প্রছন্ন হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, এবার তাঁরা ডায়মন্ড হারবারের দিকে রওনা দেবেন ৷ বলেছেন, ডায়মন্ড হারবার কার সংসদীয় এলাকা নিশ্চয় মনে করিয়ে দিতে হবে না ৷

আরও পড়ুন:বামেদের চেয়েও স্বৈরতান্ত্রিক মমতা, ভোটের হিংসা নিয়ে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

Last Updated : Jul 13, 2023, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details