পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লালবাজারে হাজিরা এড়িয়ে দিল্লি গেলেন রাকেশ সিং - কলকাতা পুলিশ

পুলিশ সূত্রের খবর, রাকেশ সিংয়ের পরিবর্তে তাঁর আইনজীবীরা পুলিশের সঙ্গে কথা বলবেন ।

Pamela Drug case
ছবি

By

Published : Feb 23, 2021, 4:27 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর থেকে মাদক উদ্ধারের পর জোরকদমে তদন্তে নেমে পড়েছেন গোয়েন্দারা । লালবাজারে বিজেপি নেতা রাকেশ সিংকে তলব করা হয়েছিল । কিন্তু তিনি লালবাজারের হাজিরা এড়িয়ে দিল্লি গেলেন । যদিও পুলিশ সূত্রের খবর, তাঁর পরিবর্তে আইনজীবীরা পুলিশের সঙ্গে কথা বলবেন ।

রাকেশ সিংয়ের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে । পামেলার থেকে মাদক উদ্ধারের ঘটনায় তাঁর নাম জড়ানোর পর কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রকে চিঠি দিয়ে এমনটাই উল্লেখ করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং।

এরপরেই, রাকেশ সিংকে লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । কিন্তু তিনি এই হাজিরা এরিয়ে গেলেন ।

আরও পড়ুন : পামেলা মাদক কাণ্ডের তদন্তভারে গোয়েন্দা বিভাগ

রাকেশ সিং এর আগে দাবি করেছিলেন, পামেলা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ৷ এমনকী, এবিষয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার ৷ মেয়েকে নেশার কবল থেকে উদ্ধারের আবেদন নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন পামেলার বাবা ৷ রাকেশের বক্তব্য়, তিনি যদি এই মাদকচক্রের সঙ্গে যুক্তই হতেন, তাহলে তখনই তাঁর নামে অভিযোগ করা হত ৷ কিন্তু সেটা করা হয়নি ৷ আর এখন পামেলা যেই গ্রেপ্তার হলেন তখনই তাঁকে জড়ানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details