পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় আজ 'ঘর ওয়াপসি' রাজীবের ? - রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ এরপর ডোমজুড়ে নির্বাচনী হারের পর থেকে ঘাসফুলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ৷ বারে বারে বিজেপির বিভিন্ন কাজকর্ম নিয়ে সমালোচনা করছিলেন ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক আগেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন রাজীব ৷ এখন তাঁর তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা ৷

দলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়
দলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 31, 2021, 10:50 AM IST

আগরতলা, 31 অক্টোবর : বিজেপিতে যোগ দিতে চাটার্ড বিমানে দিল্লি গিয়েছিলেন । জল্পনা, আবার পুরানো দলে ফিরছেন তিনি ৷ তবে পশ্চিমবঙ্গে নয়, আগরতলায় । আজ আগরতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । সেই মঞ্চ থেকেই কি আবার ঘর ওয়াপসি হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ? জল্পনা তুঙ্গে ৷ শোনা যাচ্ছে, আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলে ফেরার টিকিট অর্থাৎ ঘাসফুলের পতাকা তুলে নেবেন রাজীব ।

তৃণমূলে থাকাকালীন যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । শুধু রাজ্যের মন্ত্রিত্ব নয়, দলের সাংগঠনিক দায়িত্বও সামলাতেন তিনি । কিন্তু সব কিছুকে উপেক্ষা করে একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেন রাজীব । নির্বাচনে ডোমজুড়ে ভরাডুবির পর থেকে তৃণমূল কংগ্রেসে ফিরতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন । কিন্তু হাওড়ায় তাঁর ফেরার বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিল । আর সে কারণে তাঁর দলে ফেরা অনেকটা অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছিল ।

আরও পড়ুন : BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

তবে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেই চলছিলেন ৷ কখনও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের নামে ফেরার রাস্তা প্রস্তুত করেছিলেন । আবার কখনও হাজির হয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে । কিন্তু তাতেও যেন চিঁড়ে ভিজছিল না । এই অবস্থায় বিজেপিতে থেকেই বিজেপির নানান সিদ্ধান্তের সমালোচনা করে যাচ্ছিলেন ।

দীর্ঘ টানাপোড়েনের পর আজ, রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনের সভা থেকে হয়তো তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন । সেখানে সভার উদ্যোক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । আর অভিষেকের ত্রিপুরায় পৌঁছানোর অনেক আগে সেখানে পৌঁছে গিয়েছেন বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে বেসুরো রাজীব । দলের সঙ্গে তাঁর একদিকে যেমন কোনও যোগাযোগও নেই, তেমনি নানা সময় তাঁর ফেসবুক পোস্ট অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের । তা সত্ত্বেও এহেন রাজীবকেই সম্প্রতি বিজেপি-র জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে । অথচ সেসব উপেক্ষা করে আজ তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন রাজীব ।

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তৃণমূলে ফেরার বিষয়টি এড়িয়ে যান । তিনি জানিয়েছেন তিনি ত্রিপুরায় গিয়েছেন একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে । এই মুহূর্তে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নেই । তবে বিজেপি নেতা এখন যাই বলুন, তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে । যদি তা শেষ পর্যন্ত সত্যি হয়, তাহলে দীপাবলির আগে বড় চমক ত্রিপুরা সহ দেশের রাজনীতিতে ।

ABOUT THE AUTHOR

...view details