কলকাতা, 4 মার্চ : পুলিশি হেফাজতের পর ফের আলিপুর আদালতে পেশ করা হল মাদককাণ্ডে জড়িত বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামীকে । আজ আদালতে প্রবেশের আগে পুলিশের গাড়ি থেকে নেমে ফের বিস্ফোরক পামেলা । বললেন, রাকেশ সিং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি করেছেন । তাঁর সঙ্গে যুক্ত ছিল তার সহকারী অমৃত সিং ।
পাশাপাশি রাকেশের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার দাবি জানান পামেলা গোস্বামী । তিনি বলেন মানুষের টাকায় নিরাপত্তারক্ষী রাখার কোনও মানে হয় না । পাশাপাশি তিনি বলেন রাকেশ সিংয়ের বিরুদ্ধে 70 থেকে 75 টি মামলা রয়েছে ।