পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলে যোগদান করলেন BJP-র আদিবাসী সংগঠনের নেতা লিওস কুজুর - বিধানসভা নির্বাচন

শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনায় লোকবল বাড়াতে শাসকদলের রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । ডিসেম্বর মাসের প্রথম দিন সেই কাজটাই শুরু করল তৃণমূল কংগ্রেস । BJP-র আদিবাসী সংগঠনের নেতা বলে পরিচিত লিওস কুজুরকে দলে টানল রাজ্যের শাসক দল ।

Leos Kujur join trinamool party
তৃণমূলে যোগদান

By

Published : Dec 1, 2020, 5:09 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের BJP নেতা লিওস কুজুর । আজ তৃণমূল ভবনে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তথা দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে বরণ করে নেন ।

শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনাকে কেন্দ্র করে রীতিমতো চাপ তৈরি হয়েছে তৃণমূল শিবিরে । BJP নেতাকর্মীদের পালটা নিজেদের দলে যোগদান করানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শীর্ষ নেতৃত্বের কাছে । ডিসেম্বর মাসের প্রথম দিন সেই কাজটাই শুরু করল তৃণমূল কংগ্রেস । BJP-র আদিবাসী সংগঠনের নেতা বলে পরিচিত লিওস কুজুরকে দলে টানল রাজ্যের শাসক দল ।

প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনে BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলে যোগদানকারী লিওস কুজুর । তাঁকে যোগদান করিয়ে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন এই আদিবাসী নেতা। " লিওস কুজুর যোগদান করার ফলে আলিপুরদুয়ারে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বলেই মনে করছে রাজনীতি মহলের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details