পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC ও CAB কী তা মমতার জানা নেই : মুকুল - CAB

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুকুল রায় বলেন, "মমতাকে ঢেকে রেখে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম । তা না হলে যে মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভার সদস্য ছিলেন রামমোহন রায়, গান্ধিজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়েছিল, তাঁর জ্ঞানের পরিধি কতখানি তা বলার অপেক্ষা রাখে না ৷"

Mukul roy attacked Mamta banerjee
মুকুল রায়

By

Published : Dec 7, 2019, 8:36 PM IST

কলকাতা 7 ডিসেম্বর : NRC (National Register of Citizens of India) ও CAB (Citizenship Amendment Bill) ইশুতেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুল রায়ের । তাঁর মতে NRC ও CAB ঠিক কী তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা নেই ৷ তাঁর কথায়, "NRC ও CAB কী সেটা উনি জানেন না । CAB ও NRC নিয়ে ওঁর কোনও ধারণা নেই ।" গতকালবিধাননগরের প্রাক্তন মেয়র তথা BJP-নেতা সব্যসাচী দত্তকে পাশে নিয়ে একথা বলেন মুকুল ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি আরও বলেন, "মমতাকে ঢেকে রেখে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম । তা না হলে যে মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভার সদস্য ছিলেন রামমোহন রায়, গান্ধিজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়েছিল, তাঁর জ্ঞানের পরিধি কতখানি তা বলার অপেক্ষা রাখে না ৷ তাঁর জ্ঞান কতখানি তার ব্যাখ্যা দেওয়ার জন্যই এগুলি বললাম ।" মুকুল রায় জানান, সংসদে পাশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল । ভারতবর্ষের কয়েকটি রাজ্য বাদ দিয়ে সব তা রাজ্যেই লাগু হবে ।

দেখুন ভিডিয়ো

2011 সালে তৃণমূলে থাকাকালীন মমতার ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায় । তৃণমূলের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড । গতকাল নির্বাচন কমিশনে গিয়ে দ্রুত পৌরভোট করার দাবি জানায় রাজ্য BJP । তাঁদের দাবি, বিগত এক বছরের বেশি সময় ধরে পৌরভোট হয়নি । পৌরসভা ও পৌরনিগম মিলিয়ে 17 টা বাকি আছে । তবে বিধাননগর পৌরনিগম ও আসানসোল পৌরনিগম বাদ দিয়ে পশ্চিমবাংলার আর বাদবাকি পৌরসভা ও পৌরনিগম (কলকাতা পৌরনিগমকে ধরে) নির্বাচন এপ্রিল, মে মাসের মধ্যে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details